আগস্ট মাসটা যাইতে দেন, টের পাবেন কত ধানে কত চাল : নানক


বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ‘আপনি রাজপথের ভয় দেখান। রাজপথের ভয় দেখিয়ে লাভ নাই। আগস্ট মাসটা যাইতে দেন। তারপর টের পাবেন কত ধানে কত চাল।
আজ শনিবার (১৩ আগস্ট) দুপুরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে এক আলোকচিত্র প্রদর্শনীর উদ্ধোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ‘ইতিহাস কথা কয়’ নামে এই আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।
নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনাদের প্রস্তুত থাকতে হবে। যেকোনো পরিস্থিতি মোকাবিলার জন্য আপনাদের প্রস্তুত থাকতে হবে। যেকোনো সময় খবর পাওয়ার সঙ্গে সঙ্গে যেন স্বেচ্ছাসেবক লীগের হাজার হাজার কর্মী রাস্তায় বেরিয়ে আসে, এমনভাবে সংগঠনকে প্রস্তুত রাখতে হবে। এটি আপনাদের কাছে অনুরোধ রইল। ’
জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘১৫ আগস্ট হায়েনারা হত্যাকাণ্ড চালিয়ে ক্ষান্ত হয়নি। তারা ২১ শে আগস্ট গ্রেনেড হামলা চালিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ জাতীয় নেতাদের হত্যা করতে চেয়েছিল। সে হায়েনাদের বাংলাদেশের মানুষ আর চায় না। তাদের প্রত্যাখ্যান করে। ’
বিশেষ অতিথির বক্তব্যে কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দীন নাছিম বলেন, ‘খুনির দলেরা আন্দোলনের নামে আমাদের হত্যা করার ভয় দেখায়। আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতীক বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতন ঘটানোর জন্য রাজপথে নেমেছে বলে আমাদের হুংকার দেয়। ’
‘আজকে এই আগস্ট মাসে দাঁড়িয়ে আমরা বলতে চাই- শোক হোক আমাদের শক্তি। প্রয়োজনে এই খুনিদের তল্পিবাহক, খুনিদের আদর্শ যাদের আদর্শ তাদেরকে আমরা রাজপথে থেকেই মোকাবেলা করব। ’
বাহাউদ্দিন নাছিম বলেন, ‘বিএনপি-জামায়াত খুনি-সন্ত্রাসীদের বলতে চাই- তোমারা যদি মনে করে থাক, তোমাদের নেতাদের মতো পালিয়ে যাব..
আমরা বীর সন্তান, জাতির পিতার আদর্শ সন্তান। আমরা আমাদের মাতৃভূমি এই বাংলাদেশ আমরা আছি এবং থাকব। আমরা যেকোনো অপশক্তির বিরুদ্ধে যেকোনো সন্ত্রাসের বিরুদ্ধে অপকর্মকারীদের বিরুদ্ধে অগ্নি সন্ত্রাসীদের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের শান্তি সম্প্রীতি অক্ষুন্ন রাখার জন্য শেখ হাসিনার নেতৃত্বে লড়াই করে যাব। ’
তিনি বলেন, ‘আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশ ছেড়ে পালিয়ে বেড়ায় না। তোমরা বিএনপি-জামায়াতিরা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র কর। দেশের বাইরে গিয়ে আশ্রয় নাও। বিভিন্ন দূতাবাসে গিয়ে তোমরা দেশের বিরুদ্ধে গিয়ে নালিশ কর। আমরা নালিশের রাজনীতি করি না। আমরা অধিকার আদায়ের রাজনীতি করি। ’
বাহাউদ্দিন নাছিম বলেন, আমাদের সংগ্রাম তোমাদের উশৃঙ্খল আচরণের বিরুদ্ধে। আমাদের লড়াই তোমাদের মানুষ পুড়িয়ে মারার যে অপরাজনীতি তার বিরুদ্ধে। আমরা মাঠে ময়দানে প্রস্তুত আছি। আমাদের কোনো তারিখ বা মাস উল্লেখ করে তোমাদের বিরুদ্ধে মাঠে নামার প্রয়োজন নাই। আমরা মাঠে আছি। আমাদের নেতাকর্মীরা প্রতিরোধ করবে। যেখানেই অন্যায়, যেখানেই সন্ত্রাস সেখানেই প্রতিরোধ।
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এর ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক। আরও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি আব্দুল আলিম বেপারি, কাজী শহীদুল্লাহ লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক মোবাশ্বের চৌধুরী, খায়রুল হাসান জুয়েল, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল সায়েম, আ ফ ম মাহবুবুল হাসান, দপ্তর সম্পাদক আজিজুল হক আজিজ, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মনোয়ারুল ইসলাম বিপুল সহ স্বেচ্ছাসেবক লীগের সহস্রাধিক নেতৃবৃন্দ।
এইচকেআর
