কাল ভোলা যাচ্ছেন বিএনপির ১২ নেতা

বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায় এর নেতৃত্বে সংঘর্ষে নিহত জেলা ছাত্রদল সভাপতি নুরে আলম এবং স্বেচ্ছাসেবক দলের কর্মী আব্দুর রহিম এর পরিবাকে সমবেদনা জানাতে কেন্দ্রীয় বিএনপি থেকে ১২ সদস্যের একটি টিম ভোলায় আসছেন।
নেতৃবৃন্দ হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস প্রেসিডেন্ট মেজর (অব) হাফিজ উদ্দিন বীর বিক্রম, ভাইস প্রেসিডেন্ট শামসুজ্জামান দুদু, ভাইস প্রেসিডেন্ট অ্যাডভোকেট জয়নাল আবেদীন, বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন, সাবেক এমপি হাফিজ ইব্রাহীম, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান, কেন্দ্রীয় যুবদল সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক রাসেল মাহমুদ, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক ইফতেখারুজ্জামান শীমুল, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নুরে আলম জাবেদ, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসাংগঠনিক মোহাম্মদ আলমগীর শাহিন। এছাড়াও নেতৃবৃন্দের সাথে রয়েছেন বরিশাল জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট ইউনুছ আলী রবিসহ বরিশাল ও ভোলার নেতৃবৃন্দ।
জেলা বিএনপি সম্পাদক হারুন অর রশিদ ট্রু ম্যান জানান, বুধবার বিকালে নেতৃবৃন্দ ঢাকা সদরঘাট থেকে লঞ্চে উঠেছেন। সকালে নিহত স্বেচ্ছাসেবক দলের কর্মী আব্দুর রহিম এবং ছাত্রদল সভাপতি নুরে আলমের বড়িতে গিয়ে স্বজনদের সমবেদনা জানাবেন। পরে তারা দলীয় অন্যান্য কর্মসূচিতে যোগ দিবেন।
এএজে
