ঢাকা রবিবার, ২০ জুলাই ২০২৫

Motobad news
শিরোনাম
  • ঢাকায় আল আমিন হত্যা, ভোলা থেকে দুই আসামি গ্রেপ্তার ভালো মানুষ না হলে দেশ-জাতির উন্নয়ন সম্ভব নয়: সেনাপ্রধান নির্বাচনে ভুল সিদ্ধান্ত না নিতে দায়িত্বশীল হওয়ার আহ্বান তারেক রহমানের সরকারের দুর্বলতার কারণে সীমান্তে পুশইন হচ্ছে : ফয়জুল করীম ত্রয়োদশ নির্বাচনে ভোটার সংখ্যা প্রায় পৌনে ১৩ কোটি, ভোটকেন্দ্র ৪৫ হাজার জামায়াত আমিরকে দেখতে হাসপাতালে বিএনপি মহাসচিব চকরিয়ায় এনসিপির পথসভার মঞ্চ ভাঙচুর বিএনপি নেতাকর্মীদের সামনের নির্বাচন পিআর পদ্ধতিতে দিতে হবে: রেজাউল করীম ইঁদুরের গর্ত থেকে শেখ হাসিনার সম্পত্তি বের হচ্ছে: বরিশালে রিজভী বাবুগঞ্জে মাটি কাটার অপরাধে ৩ ইট ভাটাকে জরিমানা 
  • কাল বাকেরগঞ্জ আসছেন জিএম কাদের এমপি, নেতাকর্মীদের মধ্যে উল্লাস

    কাল বাকেরগঞ্জ আসছেন জিএম কাদের এমপি, নেতাকর্মীদের মধ্যে উল্লাস
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীতে জাতীয় পার্টির সম্মেলন উপলক্ষে আগামী কাল বৃহস্পতিবার বাকেরগঞ্জে আসছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদে বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের এমপি।

    কাল ২৮ জুলাই সকাল সোয়া ৯ টার দিকে ঢাকা থেকে হেলিকপ্টারযোগে রওয়ানা দিয়ে সকাল ১০ টায় বাকেরগঞ্জ রুহুল আমিন হাওলাদার হেলিপ্যাডে অবতরন করবেন তিনি। 

    এরপর তিনি সেখান থেকে সড়ক পথে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য বেগম নাসরিন জাহান রতনার এমপির বাসভবন বাকেরগঞ্জের সাহেবগঞ্জ পল্লীভবনে উপজেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করবেন।

    বেলা ১২ টায় তিনি সংসদ সদস্য বেগম নাসরিন জাহান রতনার বাসভবন পল্লীভবন থেকে পটুয়াখালী জেলার দুমকি উপজেলার উদ্দেশ্যে সড়কপথে যাত্রা করবেন। 

    জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি বেলা ১ টায় পটুয়াখালী শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা জাতীয় পার্টি আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।

    জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদে বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের এমপি'র আগমকে কেন্দ্র করে ইতমধ্যে বাকেরগঞ্জ উপজেলা নেতাকর্মদের মধ্যে আনন্দ ও উৎসবের আমেজ বিরাজ করছে। নেতাকে বরন করে নিতে ইতমধ্যে সকল প্রস্তুতিও সম্পন্ন করা হয়েছে। 

    জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য বেগম নাসরিন জাহান রতনা এমপি কর্মসূচির বিষয়ে জানান, ২৮ জুলাই বৃহস্পতিবার জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এমপির বাকেরগঞ্জে আগমন উপলক্ষে নেতা-কর্মীদের মাঝে প্রাণচাঞ্চলের সৃষ্টি হয়েছে। তার কর্মসূচি ঘিরে ইতিমধ্যেই নেতা-কর্মীরা ব্যাপক প্রচার-প্রচারণা ও কর্মসূচি সফল করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনিসহ তার দলের নেতা-কর্মীরা জাতীয় পার্টির চেয়ারম্যানের আগমন উপলক্ষে আনন্দিত। 

    ইতমধ্যে বাকেরগঞ্জে এসে পৌচেছেন সংসদে বিরোধী দলীয় উপনেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এমপির সাথে তার সফরসঙ্গী হিসেবে বুধবার বাকেরগঞ্জ পল্লীভবনে আসেন , বীর মুক্তিযোদ্ধা সাবেক মন্ত্রী এ বি এম রুহুল আমীন হাওলাদার, কো চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কাজী ফিরোজ রশিদ এম পি, কো চেয়ারম্যান রওশনারা মান্নান এমপি, প্রেসেডিয়াম সদস্য নুরুল ইসলাম তালুকদার এমপি, প্রেসিডিয়াম সদস্য লিয়াকত হোসেন খোকা এমপি, প্রেসিডিয়াম সদস্য  জাতীয় পার্টির সোলায়মান আলম সেট প্রেসিডিয়াম সদস্য  শফিকুল আলম সেন্টু, প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাম ভুইয়া , অতিরিক্ত মহাসচিব জহিরুল আলম রুবেল, প্রেসিডিয়াম সদস্য জহিরুল ইসলাম জহির প্রেসিডিয়াম সদস্য এম এ কুদ্দুস খান, উপদেষ্টা মাহাবুবুর রহমান লিপ্টন, উপদেষ্টা গোলাম মোহাম্মদ রাজু যুগ্ন মহাসচিব, নোমান মিয়া যুগ্ন মহাসচিব ,মনিরুল ইসলাম মিলন যুগ্ন সচিব,আমির হোসেন ভুইয়া যুগ্ন মহাসচিব , হাজী বেলাল হোসেন যুগ্ন মহাসচিব, জুলফিকার হোসেন উপজেলা চেয়ারম্যান দিলাজপুর প্রমুখ।
     


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ