ঢাকা রবিবার, ২০ জুলাই ২০২৫

Motobad news
শিরোনাম
  • কলাপাড়ায় ভূমি অধিগ্রহণের টাকা আত্মসাত ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন বরিশালে নির্মিত হচ্ছে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ রাজাপুরে পরীক্ষা চলাকালে ভবনের পলেস্তারা খসে পড়ে ৭ শিক্ষার্থী আহত ঝালকাঠির ভাসমান হাট দেখে অভিভূত আলজেরিয়ার রাষ্ট্রদূত: পেয়ারারা রপ্তানির সম্ভাবনা  আমতলীতে স্ত্রীকে মুগুর দিয়ে পিটিয়ে হত্যা, স্বামী পলাতক ঢাকায় আল আমিন হত্যা, ভোলা থেকে দুই আসামি গ্রেপ্তার ভালো মানুষ না হলে দেশ-জাতির উন্নয়ন সম্ভব নয়: সেনাপ্রধান নির্বাচনে ভুল সিদ্ধান্ত না নিতে দায়িত্বশীল হওয়ার আহ্বান তারেক রহমানের সরকারের দুর্বলতার কারণে সীমান্তে পুশইন হচ্ছে : ফয়জুল করীম ত্রয়োদশ নির্বাচনে ভোটার সংখ্যা প্রায় পৌনে ১৩ কোটি, ভোটকেন্দ্র ৪৫ হাজার
  • বিভিন্ন দাবিতে বরিশালে বাসদের পথসভা 

    বিভিন্ন দাবিতে বরিশালে বাসদের পথসভা 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের খাল-রাস্তা সংস্কার ও পার্কিং স্ট্যান্ড নির্মাণের দাবিসহ ৩ দফা দাবিতে মাসব্যাপী বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের কর্মসূচির অংশ হিসেবে নগরের পোল ও পুরান পাড়া মাদ্রাসার সামনে পথসভা অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার বিকাল ৪টায় এই পথসভা অনুষ্ঠিত হয়। 

    পথসভায় বক্তব্য রাখেন বাসদ বরিশাল জেলা শাখার সদস্য সচিব ডাঃ মনীষা চক্রবর্তী, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলার সহ-সভাপতি দুলাল মল্লিক, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম বরিশাল জেলা শাখার সংগঠক শানু বেগম, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলা শাখার সদস্য শহিদুল ইসলাম, বরিশালের বিশিষ্ট নাগরিক ও বাসদ সমর্থক মোস্তাফিজুর রহমান,  ব্যাটারিচালিত রিক্সা-ভ্যান-ইজিবাইক সংগ্রাম পরিষদ ২২ নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক রুবেল হাওলাদার, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার সদস্য শিবানী সিকদার প্রমুখ। পথসভায় বক্তারা বলেন, পুরানপাড়ার সকল সড়ক, মতাসার, কাউনিয়া হাউজিং, গাউয়াসারসহ ৩,৪,৭ নং ওয়ার্ডের আভ্যন্তরীণ বহু সড়কের অবস্থা খুবই শোচনীয়। 

    গত ৭-৮ বছরে এসব সড়কে কোন সংস্কার হয়নি, এলাকাবাসী এই রাস্তায় চলতে সীমাহীন দুর্ভোগে পড়ে। এছাড়া বর্তমানে এই এলাকার সকল খাল নর্দমা ও কচুরিপানার ভান্ডারে পরিণত হয়েছে। দীর্ঘদিন এখানে খনন বা সংস্কার করা হয়নি। সা¤প্রতিক সময়ে বিসিকের সংস্কারকাজ করতে গিয়ে একটি খালে বালু ফেলে ভরাট করা হয়েছে, ফলে আশেপাশের মাঠ বা রাস্তার কোন পানি নামতে পারেনা। 

    শতাধিক পরিবার বছরের বেশিরভাগ সময় জলাবদ্ধতায় নিমজ্জিত থাকে। বক্তারা অবিলম্বে রাস্তা সংস্কার এবং খাল পুনরুদ্ধার ও খাল সংস্কারের দাবি জানান। একইসাথে বক্তারা হোল্ডিং ট্যাক্স কমানো ও অবিলম্বে ব্যাটারিচালিত যানবাহনের জন্য প্রতিশ্রুত পার্কিং স্ট্যান্ড নির্মাণ করার দাবি জানান।
     


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ