এখনও দেশের শক্তিশালি দল হয়ে টিকে আছে বিএনপি

বরিশাল মহানগর বিএনপি’র আহবায়ক মো. মনিরজ্জামান খান ফারক বলেছেন, বর্তমান এই ভোটার বিহীন সরকার বিএনপির উপর হামলা ও মামলা দিয়ে নির্যাতন করার পরও এখনও দেশের সর্ব শক্তিশালি দল হয়ে টিকে আছে বিএনপি।
তাই আমাদের এই মহানগর কমিটি হবে আগামী জাতীয় নির্বাচনের পূর্বে সরকার পতন সহ আন্দোলন-সংগ্রামের মাধ্যমে বাধ্যতামূলক তত্বাবধায়ক সরকার গঠন করার কমিটি।
রোববার নগরীর সদররোডস্থ মহানগর ও জেলা বিএনপি দলীয় কার্যলয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশক্রমে বরিশাল মহানগর বিএনপি সাংগঠনিক টিম (৫) এর আয়োজনে নগরীর ২৫ নং ওয়ার্ড বিএনপি কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যতে তিনি একথা বলেন।
টিম প্রধান ও মহানগর বিএনপি আহবায়ক কমিটির সদস্য অ.ন.ম. সাইফুল আহসান আজিমের সভাপতিত্বে ও আহবায়ক কমিটির সদস্য এ্যাডভোকেট শেখ হুমাউন কবীর মাসুদের সঞ্চলনায় কর্মী সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, মহানগর বিএনপি সদস্য সচিব এ্যাডভোকেট মীর জাহিদুল কবির জাহিদ। মহানগর বিএনপি যুগ্ম আহবায়ক জিয়া উদ্দিন সিকদার জিয়া, মহানগর সদস্য সাইফুল আনাম বিপু, জাহিদুর রহমান রিপন ও সেলিনা বেগম, ওয়ার্ড বিএনপি নেতা রাজিব মোল্লা, নুরুজ্জামান দোলন, সোহাগ হাওলাদার, জুয়েল মোল্লা, নুরে আলম খান, কাওসার মোল্লা, জাহাঙ্গির খান ও মো. হারুন আকন প্রমুখ।
এএজে
