ঢাকা রবিবার, ২০ জুলাই ২০২৫

Motobad news
শিরোনাম
  • বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ শাটডাউন ঘোষণা বিএনপি হলো ছ্যাঁচড়া চাঁদাবাজ: ফয়জুল করীম দ্বিতীয় ধাপে এনসিপিসহ ৮২ দলকে চিঠি দিচ্ছে ইসি কলাপাড়ায় ভূমি অধিগ্রহণের টাকা আত্মসাত ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন বরিশালে নির্মিত হচ্ছে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ রাজাপুরে পরীক্ষা চলাকালে ভবনের পলেস্তারা খসে পড়ে ৭ শিক্ষার্থী আহত ঝালকাঠির ভাসমান হাট দেখে অভিভূত আলজেরিয়ার রাষ্ট্রদূত: পেয়ারারা রপ্তানির সম্ভাবনা  আমতলীতে স্ত্রীকে মুগুর দিয়ে পিটিয়ে হত্যা, স্বামী পলাতক ঢাকায় আল আমিন হত্যা, ভোলা থেকে দুই আসামি গ্রেপ্তার ভালো মানুষ না হলে দেশ-জাতির উন্নয়ন সম্ভব নয়: সেনাপ্রধান
  • জনগণের হাতে হারিকেন ধরিয়ে দিয়েছে আওয়ামী লীগ : গয়েশ্বর

    জনগণের হাতে হারিকেন ধরিয়ে দিয়েছে আওয়ামী লীগ : গয়েশ্বর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আওয়ামী লীগ ২৬ হাজার মেগাওয়াট বিদ্যুৎ নিশ্চিত করার কথা বলে আজকে বিদ্যুৎ না দিয়ে জনগণের হাতে হারিকেন ধরিয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। 

    শনিবার সকালে দক্ষিণ কেরানীগঞ্জের তেঘরিয়ার মির্জাপুর এলাকায় নিজ বাসভবনে দক্ষিণ কেরানীগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

    গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘বিদ্যুৎ প্রতিমন্ত্রী সাংবাদিকদের নিজে বলেছেন ঢাকায় লোডশেডিং বেশি করা যায় না, আমরা গ্রামে লোডশেডিং দেওয়ার বেশি  চেষ্টা করছি। কোনো কোনো গ্রামে এখনও পাঁচ ঘণ্টার বেশি লোডশেডিং হয়। পাঁচ ঘণ্টা যদি লোডশেডিং হয় তাহলে আর এই বিদ্যুৎ থাকার দরকার কী?এখন বিদ্যুৎ যায় না, মাঝে মাঝে দেখা করতে আসে। এ পরিস্থিতিতে বিদ্যুৎ নির্ভর কলকারখানার উৎপাদন ব্যাহত হচ্ছে।’

    শ্রীলংকার চাইতেও বাংলাদেশের অবস্থা বেশ খারাপ হবে বলে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ‘পালাতে চাইলেই পালানো যায় না, এটা শ্রীলংকার রাজাপাকসে প্রমাণ করেছেন। সুতরাং পালানোর পথ পাবেন না, তার আগেই স্বেচ্ছায় পদত্যাগ করে নির্দলীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে আগামী নির্বাচনের প্রস্তুতি নেন।’

    গয়েশ্বর বলেন, ‘আমরা সেই নির্বাচন দেখতে চাই এবং সেই নির্বাচনে অংশগ্রহণ করতে চাই। এর আগে শেখ হাসিনার অধীনে আর কোনো নির্বাচনে আমরা যাব না, এটা যেমন সত্য, এ সরকারের অধীনে আর কোনো নির্বাচন করতে দেবো না, নির্বাচনের নামে প্রহসন করতে দেবো না। বিশ্ববাসীর কাছে আমাদের মাথায় আর ছোট করতে দেবো না।’

    এর আগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান সম্মেলনের উদ্বোধন করেন। দক্ষিণ কেরানীগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোহেল রানার সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে জাতীয় নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন নাজিম, কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু।

    এ ছাড়া ঢাকা জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক নাজমুল হাসান অভি, দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. শাহীন, ঢাকা দক্ষিণ জেলা ছাত্রদলের সদস্যসচিব পাভেল মোল্লাসহ বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন ।

    পরে সোহেল রানাকে সভাপতি ও ফয়েজ আহমেদ শাহীনকে সাধারণ সম্পাদক করে আগামী দুই বছরের জন্য দক্ষিণ কেরানীগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের কমিটি ঘোষণা করা হয়।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ