ঢাকা রবিবার, ২০ জুলাই ২০২৫

Motobad news
শিরোনাম
  • কলাপাড়ায় ভূমি অধিগ্রহণের টাকা আত্মসাত ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন বরিশালে নির্মিত হচ্ছে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ রাজাপুরে পরীক্ষা চলাকালে ভবনের পলেস্তারা খসে পড়ে ৭ শিক্ষার্থী আহত ঝালকাঠির ভাসমান হাট দেখে অভিভূত আলজেরিয়ার রাষ্ট্রদূত: পেয়ারারা রপ্তানির সম্ভাবনা  আমতলীতে স্ত্রীকে মুগুর দিয়ে পিটিয়ে হত্যা, স্বামী পলাতক ঢাকায় আল আমিন হত্যা, ভোলা থেকে দুই আসামি গ্রেপ্তার ভালো মানুষ না হলে দেশ-জাতির উন্নয়ন সম্ভব নয়: সেনাপ্রধান নির্বাচনে ভুল সিদ্ধান্ত না নিতে দায়িত্বশীল হওয়ার আহ্বান তারেক রহমানের সরকারের দুর্বলতার কারণে সীমান্তে পুশইন হচ্ছে : ফয়জুল করীম ত্রয়োদশ নির্বাচনে ভোটার সংখ্যা প্রায় পৌনে ১৩ কোটি, ভোটকেন্দ্র ৪৫ হাজার
  • হিজলায় আ’লীগের পাল্টাপালি কর্মসূচি, ১৪৪ ধারা জারি

    হিজলায় আ’লীগের পাল্টাপালি কর্মসূচি, ১৪৪ ধারা জারি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের হিজলা উপজেলার হরিনাথপুর ইউনিয়নে একই স্থানে আওয়ামী লীগের দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচিকে ঘিরে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। ২৩ জুলাই শনিবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই নির্দেশনা বলবৎ থাকবে।

    হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা বকুল চন্দ্র কবিরাজ এবং হিজলা থানার অফিসার ইনচার্জ মো. ইউনুস মিয়া এই তথ্য নিশ্চিত করেছেন। ওসি জানিয়েছেন বড় ধরনের অপ্রীতিকর ঘটনার আশঙ্কায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা বকুল চন্দ্র কবিরাজ জানান, ‘উপজেলার হরিনাথপুর ইউনিয়ন গোহাট মাঠে ২৩ জুলাই সকাল ১০টায় পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করেছে ইউনিয়ন আওয়ামী লীগ। পাল্টাপাল্টি কর্মসূচিকে ঘিরে শান্তি-শৃঙ্খলা বিনষ্ট হতে পারে। এ জন্য পুরো ইউনিয়নে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

    তিনি বলেন, ‘২৩ জুলাই সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ইউনিয়নে ব্যক্তি, সংগঠন, রাজনৈতিক দল, গণজমায়েত, সভা, সমাবেশ, মিছিল, র‌্যালি, শোভাযাত্রাসহ যেকোন ধরনের অনুষ্ঠান এবং রাজনৈতিক প্রচার করতে পারবে না। এমনকি একসাথে চারজনের বেশি মানুষ জমায়েত হতে পারবে। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে বিশেষ আইনে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

    দলীয় সূত্রে জানা গেছে, ‘২৩ জুলাই সকাল ১০টায় হরিনাথপুর গোহাট মাঠে ইউনিয়নের ৬, ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের কাউন্সিলের আয়োজন করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন। একই স্থানে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভার আয়োজন করে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান তৌফিকুর রহমান।


    কেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ