হিজলায় আ’লীগের পাল্টাপালি কর্মসূচি, ১৪৪ ধারা জারি


বরিশালের হিজলা উপজেলার হরিনাথপুর ইউনিয়নে একই স্থানে আওয়ামী লীগের দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচিকে ঘিরে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। ২৩ জুলাই শনিবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই নির্দেশনা বলবৎ থাকবে।
হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা বকুল চন্দ্র কবিরাজ এবং হিজলা থানার অফিসার ইনচার্জ মো. ইউনুস মিয়া এই তথ্য নিশ্চিত করেছেন। ওসি জানিয়েছেন বড় ধরনের অপ্রীতিকর ঘটনার আশঙ্কায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বকুল চন্দ্র কবিরাজ জানান, ‘উপজেলার হরিনাথপুর ইউনিয়ন গোহাট মাঠে ২৩ জুলাই সকাল ১০টায় পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করেছে ইউনিয়ন আওয়ামী লীগ। পাল্টাপাল্টি কর্মসূচিকে ঘিরে শান্তি-শৃঙ্খলা বিনষ্ট হতে পারে। এ জন্য পুরো ইউনিয়নে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
তিনি বলেন, ‘২৩ জুলাই সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ইউনিয়নে ব্যক্তি, সংগঠন, রাজনৈতিক দল, গণজমায়েত, সভা, সমাবেশ, মিছিল, র্যালি, শোভাযাত্রাসহ যেকোন ধরনের অনুষ্ঠান এবং রাজনৈতিক প্রচার করতে পারবে না। এমনকি একসাথে চারজনের বেশি মানুষ জমায়েত হতে পারবে। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে বিশেষ আইনে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
দলীয় সূত্রে জানা গেছে, ‘২৩ জুলাই সকাল ১০টায় হরিনাথপুর গোহাট মাঠে ইউনিয়নের ৬, ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের কাউন্সিলের আয়োজন করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন। একই স্থানে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভার আয়োজন করে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান তৌফিকুর রহমান।
কেআর
