নড়াইলে সাম্প্রদায়িক হামলার ক্ষতিগ্রস্তদের পাশে এমপি পংকজ নাথ


নড়াইল জেলার লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নে সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথ।
মঙ্গলবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন তিনি। এরআগে ঘটনাস্থল পরিদর্শনকালে সাংসদ পংকজ নাথ তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন যখন দ্রুত গতিতে এগিয়ে চলছে ঠিক তখনই স্বাধীনতা বিরোধী অপশক্তি বিএনপি-জামাত সা¤প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে দেশের অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায়।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকল অপশক্তিকে বিনাশ করে বঙ্গবন্ধুর স্বপ্নের অসাম্প্রদায়িক সোনার বাংলা গড়ে তুলবো।
এর আগে ঘটনাস্থল পরিদর্শন করেন, ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান, প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, হুইপ পঞ্চানন বিশ্বাস, কেন্দ্রীয় আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল এমপি, সাবেক প্রতিমন্ত্রী ড.বীরেন সিকদার এমপি, মনোরঞ্জন শীল গোপাল এমপি, মাশরাফি বিন মুর্তজা এমপিসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
এএজে
