৩ দফা দাবিতে বরিশালে বাসদের পথসভা


বরিশালের খাল-রাস্তা সংস্কার ও পার্কিং স্ট্যান্ড নির্মাণের দাবিসহ ৩ দফা দাবিতে জুলাই মাসব্যাপী বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের কর্মসূচির অংশ হিসেবে দপদপিয়া, রূপাতলী ও চৌমাথায় পথসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেল ৪টায় এই পথসভা করে তারা।
পথসভায় বক্তব্য রাখেন, বাসদ বরিশাল জেলা শাখার সদস্য সচিব ডাঃ মনীষা চক্রবর্তী, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সহ-সাধারন সম্পাদক ইমাম হোসেন খোকন, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলার সাধারণ সম্পাদক আব্দুল মানিক হাওলাদার, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম বরিশাল জেলা শাখার সংগঠক শানু বেগম, সোনারগাঁও টেক্সটাইল শ্রমিক ইউনিয়নের অর্থ সম্পাদক মোশাররফ হোসেন, ব্যাটারিচালিত রিক্সা-ভ্যান-ইজিবাইক সংগ্রাম পরিষদ ২৫ নং ওয়ার্ড শাখার সভাপতি শাহিন শরিফ, ২৬ নং ওয়ার্ড শাখার সভাপতি মিলন হাওলাদার, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট ২৪নং ওয়ার্ড শাখার সভাপতি আবুল কালাম, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলা শাখার সদস্য শহিদুল ইসলাম, বাসদ বরিশাল জেলা শাখার সদস্য সন্তু মিত্র, এলপিজি সিএনজি চালক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ইশা, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সদস্য ও বরিশাল মহানগর শাখার প্রচার প্রকাশনা বিষয়ক সম্পাদক বিজন সিকদার, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার সংগঠক অদিতি ইসলাম প্রমুখ।
পথসভায় বক্তারা বলেন, রূপাতলী মুক্তিযোদ্ধা সড়ক, গ্যাস টারবাইন এলাকার সমস্ত সড়ক, সোহরাব হাউজিং, রূপাতলী শেরে বাংলা সড়ক, রূপাতলী হাউজিং এর সকল শাখা সড়কের অবস্থা খুবই শোচনীয়। গত ৭-৮ বছরে এসব সড়কে কোন সংস্কার হয়নি, এলাকাবাসী এই রাস্তায় চলতে সীমাহীন দুর্ভোগে পড়ে।
এছাড়া সাগরদী খাল নগরীর একটি প্রধান সড়ক হলেও বর্তমানে এই খাল নর্দমায় পরিণত হয়েছে। দীর্ঘদিন এখানে খনন বা সংস্কার করা হয়নি। বক্তারা অবিলম্বে রাস্তা সংস্কার এবং খাল পুনরুদ্ধার ও খাল সংস্কারের দাবি জানান। একইসাথে বক্তারা রূপাতলিতে অবিলম্বে ব্যাটারিচালিত যানবাহনের জন্য প্রতিশ্রুত পার্কিং স্ট্যান্ড নির্মাণ করার দাবি জানান।
এএজে
