ঢাকা রবিবার, ২০ জুলাই ২০২৫

Motobad news

সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে বরিশালে বাসদের বিক্ষোভ

সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে বরিশালে বাসদের বিক্ষোভ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

নড়াইলে সংখ্যালঘু সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় প্রতিষ্ঠান, বাড়ি-ঘর ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাটকারী এবং বান্দরবানের লামায় রংধজন ত্রিপুরার উপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তার ও বিচার  দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেল সাড়ে ৪ টায় বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ বরিশাল জেলা কমিটির উদ্যোগে নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্তরে এই সমাবেশ করে তারা।

সমাবেশে সভাপতিত্ব করেন বাসদ বরিশাল জেলা শাখার সদস্য সচিব ডাঃ মনীষা চক্রবর্তী। বক্তব্য রাখেন বাসদ কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক জননেতা বজলুর রশিদ ফিরোজ, বাসদ বরিশাল জেলা শাখার সদস্য শহিদুল ইসলাম, সন্তু মিত্র, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার সদস্য অদিতি ইসলাম। সংহতি জানিয়ে বক্তব্য রাখেন উদীচী শিল্পীগোষ্ঠী ঢাকা জেলা শাখার সংগঠক শফিকুল ইসলাম বাদশা প্রমুখ।

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজ নড়াইলে এক ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ধর্মীয় অবমাননার অজুহাতে সাহাপাড়াায় সংখ্যালঘু সনাতন ধর্মাবলম্বীদের বাড়ি-ঘর, ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা ক্ষোভ ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে হামলাকারী সাম্প্রদায়িক সন্ত্রাসীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। 

একইসাথে বান্দারবানের লামায় রংধজন ত্রিপুরার উপর ভূমিদস্যু রাবার বাগানের মালিকের সন্ত্রাসীদের হামলা ও মারাত্মক আহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ক্ষোভ প্রকাশ করে হামলাকারী সন্ত্রাসীদেরও গ্রেপ্তার ও বিচার দাবি করেছেন। তিনি সকল ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের জান মালের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি জোর দাবি জানান। 

বাসদ বরিশাল জেলা শাখার সদস্য সচিব ডাঃ মনীষা চক্রবর্তী বলেন, সারাদেশে অব্যাহতভাবে বিভিন্ন ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের উপর হামলা, নির্যাতন, ভূমিদখলের ঘটনা ঘটে চললেও সরকার-প্রশাসনের পক্ষ থেকে সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে কার্যকর কোন ব্যবস্থাতো নেয়নি বরং তাদেরকে নানাভাবে পৃষ্ঠপোষকতা করে আসছে। 

অনেক ক্ষেত্রে সরকার দলীয় লোকেরাই এসব সাম্প্রদায়িকতার সাথে যুক্ততার প্রমাণ পাওয়া যায়। যার ফলেই একের পর এক হামলা নির্যাতনের ঘটনা ঘটছে।

বক্তার সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে সকল বাম প্রগতিশীল গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।  


এএজে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন