হাবীবুল্লাহ সিরাজীর মৃত্যু, আইনমন্ত্রীর শোক

বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি।
শোকবার্তায় মন্ত্রী জানান, হাবীবুল্লাহ সিরাজী ছিলেন অসাধারণ প্রতিভার অধিকারী। একজন প্রকৌশলী হয়েও তিনি একাধারে কবিতা, উপন্যাস ও শিশুসাহিত্য লিখেছেন। কবিতা ও কর্মে মহান মুক্তিযুদ্ধ ও প্রগতিশীলতাকে চমৎকারভাবে উপস্থাপন করেছেন। কর্মগুণেই তিনি একুশে পদক, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারসহ অনেক পুরস্কার পেয়েছেন। সৃজনশীলতা ও কর্মের মধ্য দিয়ে বাংলা সাহিত্য জগতে চির স্মরণীয় হয়ে থাকবেন এই কবি।
আইনমন্ত্রী শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
এমইউআর