ঢাকা সোমবার, ২১ জুলাই ২০২৫

Motobad news

কৃষকলীগ নেতা দৌলতকে কুপিয়ে হত্যা

কৃষকলীগ নেতা দৌলতকে কুপিয়ে হত্যা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

নারায়ণগঞ্জ জেলা কৃষকলীগের সহসভাপতি ও শহরের দক্ষিণাঞ্চলের আলোচিত ত্রাস দৌলত হোসেন ওরফে দেওলত মেম্বারকে (৫৫) কুপিয়ে হত্যা করা হয়েছে।

জানা গেছে, রোববার (২৬ জুন) রাত ১০টার দিকে গোগনগর ব্রিজের সামনে প্রতিপক্ষের সন্ত্রাসীরা তাকে এলাপাথারী কুপিয়ে জখম করে। পরে তাকে উদ্ধার করে রাজধানীর আজগর আলী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত দৌলত মেম্বার সদর উপজেলার গোগনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য ছিলেন। এ ছাড়া দৌলত মেম্বার সদর উপজেলার গোগনগর ও সৈয়দপুর এলাকার ত্রাস হিসেবে পরিচিত ছিলেন। তার বিরুদ্ধে একাধিক হত্যা, চাঁদাবাজি ও মাদক মামলা রয়েছে।

স্থানীয়রা জানায়, সম্প্রতি এলাকার একাধিক সম্পত্তি নিয়ে দুপক্ষে মারামারি হয়। এ নিয়ে থানায় পাল্টাপাল্টি অভিযোগও হয়। একপক্ষে ছিলেন রবিন ও অপরপক্ষে ছিলেন লুৎফর রহমান। ওই সময় দুপক্ষে মারামারিতে কয়েকজন হাসপাতালে ভর্তি হন। এ ঘটনায় রবিনের বিরুদ্ধে অবস্থান নেন দৌলত মেম্বার ও তার লোকজন। এ নিয়ে এলাকায় উত্তেজনা ছিল। তারই সূত্র ধরে রোববার রাতে গোগনগর ব্রিজের সামনে দৌলত মেম্বারের গতিরোধ করে কয়েকজন সন্ত্রাসী। পরে তারা দৌলত মেম্বারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইদুজ্জামান বলেন, এলাকায় উত্তেজনা নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন রয়েছে। নিহতের পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছেন।

উল্লেখ্য, সর্বশেষ ২০১৯ সালের ১ মে রাতে হত্যা, চাঁদাবাজি ও মাদক মামলার আসামি দৌলত মেম্বারকে গ্রেপ্তার করেছিল পুলিশ। সৈয়দপুর এলাকায় ব্লকরেইডের মাধ্যমে তাকে গ্রেপ্তার করা হয়। ওই সময় তার দুই ছেলে সন্ত্রাসী সম্রাট ও ফয়সাল পালিয়ে যায়।

সে সময় সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম জানিয়েছিলেন, দৌলত মেম্বার চর সৈয়দপুর এলাকার চিহ্নিত চাঁদাবাজ। তার বিরুদ্ধে থানায় একটি হত্যা, ৩টি চাঁদাবাজি, ২টি মাদক মামলাসহ একাধিক মামলা রয়েছে যা আদালতে বিচারাধীন রয়েছে।


এএজে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন