৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে মহানগর আওয়ামী লীগের কর্মসূচী


আগামি ২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগ এর ৭৩ তম প্রতিষ্ঠাতা বার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা করেছে বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগ।
মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ আওয়ামী লীগ বরিশাল জেলা ও মহানগর আয়োজনে নগরীর কালীবাড়ী রোডস্থ শহীদ আবদুর রব সেরনিয়াবাত বাসভবনে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন, বরিশাল মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাডভোকেট আফজালুল করিম। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ্।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, মহানগর আওয়ামী লেিগর সহ সভাপতি ও প্যানেল মেয়র গাজী নঈমুল হোসেন লিটু, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোহাম্মদ হোসেন চৌধুরী , বরিশাল মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি আনোয়ার হোসাইনসহ জেলা ও মহানগর আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ।
এছাড়া আরও উপস্থিত ছিলেন , কৃষকলীগ, শ্রমিকলীগ, মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ৩০ টি ওয়ার্ডের সভাপতি/সাধারণ সম্পাদক, সিটি কর্পোরেশনের দলীয় কাউন্সিলরবৃন্দসহ ছাত্রলীগের সকল নেতৃবৃন্দ।
সভায় সিটি মেয়র ও নগর আওয়ামী লেিগর সাধারন সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ আগামি ২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
পরে আগামি ২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগ এর ৭৩ তম প্রতিষ্ঠাতা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচী ঘোষনা করে।
কর্মসূচীর মধ্যে রয়েছে, শহীদ সোহেল চত্বরে বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যালয়ের সম্মুখে সূর্যদ্বয়ের সাথে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন।
সকাল ১০ টায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদ আবদুর রব সেরনিয়াবাত এর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন।
আছরবাদ বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ও সিলেটে বর্না দূর্গত মানুষদের বিপদমুক্তি কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হবে।
এএজে
