ঢাকা মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫

Motobad news

যৌন কেলেঙ্কারির অভিযোগে পিসিবি কোচ বরখাস্ত

যৌন কেলেঙ্কারির অভিযোগে পিসিবি কোচ বরখাস্ত
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

কখনও জাতীয় দলে না খেললেও পাকিস্তান ক্রিকেটে নাদিম ইকবাল পরিচিত মুখ। খেলোয়াড়ী জীবনে অনেকের চোখে ওয়াকার ইউনিসের চেয়েও সম্ভাবনাময় ছিলেন ডানহাতি এই ফাস্ট বোলার। মাঠের ক্রিকেটকে বিদায় বলার পর কোচিংয়ের সঙ্গে যুক্ত নাদিম এবার এক নেতিবাচক কারণে উঠে এসেছেন আলোচনায়। যৌন কেলেঙ্কারির মতো গুরুতর অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

সাউদার্ন পাঞ্জাব অঞ্চলে কোচ হিসেবে কাজ করা নাদিমকে এরই মধ্যে বহিষ্কার করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ইএসপিএনক্রিকইনফো লিখেছে, গত সপ্তাহে নাদিমের বিরুদ্ধে অভিযোগ নজরে আসে পিসিবির। অভিযোগটি যৌন হয়রানির সঙ্গে সম্পর্কিত, যা নিয়ে পুলিশও তদন্ত করছে।

দেশটির তারকা পেসার ওয়াকারের মতো একই অঞ্চল থেকে উঠে এসেছেন নাদিম। ঘরোয়া ক্রিকেটে আশির দশকের শেষ ও নব্বইয়ের দশকে দুজন খেলেছেন একসঙ্গে। নতুন বলে নাদিমের সুইং করানোর দক্ষতা ছিল দুর্দান্ত। এই কারণেই সেই সময়ের অনেকের চোখে ওয়াকারের চেয়েও প্রতিশ্রুতিশীল ছিলেন তিনি। পেশাদার ক্রিকেটে নাদিম শেষ ম্যাচ খেলেছেন ২০০৪ সালের মার্চে। ৮০টি প্রথম শ্রেণির ম্যাচে ২৫৮ উইকেট ও ৪৯ লিস্ট ‘এ’ ম্যাচে ৬৫ উইকেট নিয়ে ক্যারিয়ার শেষ করেন তিনি।


এমইউআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন