দেশ আজ বড় ধরনের ক্রান্তিকাল অতিক্রম করছে: জিএম কাদের


ক্ষমতাসীন আওয়ামী লীগকে উদ্দেশ্য করে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, দেশ আজ বড় ধরনের ক্রান্তিকাল অতিক্রম করছে। যতই দিন যাচ্ছে দুর্যোগ ঘনিয়ে আসছে। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, ততই দুর্যোগের ঘনঘটা দেখা দিচ্ছে।
তিনি বলেন, আমরা জনগণের সঙ্গেই আছি। আমরা সরকারি দলের সঙ্গে নেই। আমরা বিপক্ষ দলেও নেই। জাতীয় পার্টি একটি স্বতন্ত্র দল। আমরা এখন দেখছি সরকারি দল কী করে। আমরা কোনো দলের লেজুড়বৃত্তি করব না। যে দেশের জন্য ভালো কাজ করবে, জনগণের পক্ষে যারা রাজনীতি করবে, আমরা তার সঙ্গে থাকব। তাকে আমরা সমর্থন দেব।
শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জের বন্দর সমরক্ষেত্রে জাতীয় পার্টি নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন দলটির চেয়ারম্যান জিএম কাদের।
তিনি আরও বলেন, দেশের মালিকানা ছিনতাই হওয়ার পথে। সংবিধানে দেশের মালিক জনগণ হলেও দেশের মালিকানা এখন জনগণের হাতে নেই। জাতীয় পার্টি জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দেবে।
জিএম কাদের বলেন, অনেক রাজনৈতিক দল বিলুপ্ত হয়ে গেছে। ছোট ছোট রাজনৈতিক দল আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। এটা বাংলাদেশের রাজনীতির একটি ভয়াবহ চিত্র। দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা বিএনপির অবস্থাও এখন সঙ্গীন। জাতীয় পার্টি এখন আর দুর্বল নয়। জাতীয় পার্টি এখন একটি শক্তিশালী রাজনৈতিক দল। দিন দিন আরও উজ্জ্বল হচ্ছে জাতীয় পার্টি।
নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির আহ্বায়ক সানাউল্লাহ সানুর সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য দেন, জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপু, চেয়ারম্যানের উপদেষ্টা শেরিফা কাদের, প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া ও একেএম সেলিম ওসমান ও জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি লিয়াকত হোসেন খোকা।
সম্মেলনে নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির সভাপতি হিসেবে সানাউল্লাহ সানু ও সাধারণ সম্পাদক হিসেবে আবু নাইম ইকবাল এবং মহানগর জাতীয় পার্টির সভাপতি হিসেবে মোদাসসিরুল হক দুলাল ও সাধারণ সম্পাদক হিসেবে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ২৪নং ওয়ার্ড কাউন্সিলর আফজাল হোসেনের নাম ঘোষণা করেন জিএম কাদের।
এএজে
