ঢাকা মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫

Motobad news

‘কাতার বিশ্বকাপের উত্তেজনার পারদ উঁচুতে’

‘কাতার বিশ্বকাপের উত্তেজনার পারদ উঁচুতে’
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

আর প্রায় পাঁচ মাস পর ২১ নভেম্বর পর্দা উঠছে বিশ্বকাপ। কাতারে হতে যাওয়া গ্রেটেস্ট শো অন আর্থ নিয়ে বিশ্বজুড়ে উত্তেজনা বাড়ছে। এই বছরের বিশ্বকাপের প্রধান নির্বাহী নাসের আল খাতের জানালেন, টুর্নামেন্টের টিকিটের জন্য সারা বিশ্বে উচ্চ চাহিদা সেটাই প্রমাণ করে।

৩২ দলই চূড়ান্ত হয়ে গেছে। আল খাতেরের মতে, টুর্নামেন্ট শুরু হওয়ার জন্য ভক্তদের আর তর সইছে না। 

ধাপে ধাপে টিকিট ছাড়ছে ফিফা। শুধু দ্বিতীয় ধাপেই টিকিটের জন্য আবেদন পড়েছে ২ কোটির বেশি।

আল খাতের বললেন, ‘বিশ্বকাপের জন্য উত্তেজনার পারদ উঁচুতে। শুধু কাতারে নয়, আমরা দেখতে পাচ্ছি উত্তেজনা সবখানে, বিশেষ করে যেসব দেশ অংশ নিতে যাচ্ছে। টিকিটের চাহিদা অনেক অনেক বেশি।’

সামনের মাসগুলোতে আরও বেশি টিকিট ভক্তদের জন্য ছাড়া হবে। পরের ধাপে ভক্তদের টিকিট বুক করার আহ্বান আল খাতেরের, ‘আমি জানি এটা হতে যাচ্ছে কিছু ভক্তদের জন্য হতাশার, যারা টিকিট পাবে না। কিন্তু আমরা দেখতে পাই যারা টিকিট পেয়েছে তারা উত্তেজিত। আমরা ভক্তদের বলতে চাই ‘হাল ছাড়বেন না।’ সামনের মাসগুলোতে আরও বেশি টিকিট ছাড়া হবে। তাই চোখ রাখুন কখন পরের ধাপের টিকিট বিক্রি শুরু হয়, যেন আপনি আপনার বিশ্বকাপের টিকিট পান।’

এই কর্মকর্তা আরও বলেন, সব দেশ থেকে আসা ভক্তদের স্বাগত জানাতে উন্মুখ কাতার। কারণ আরব অঞ্চলে প্রথমবার বিশ্বকাপ হবে এবং দেশবাসী সফরকারী ভক্তদের সামনে নিজেদের চমৎকার আতিথেয়তা তুলে ধরতে মরিয়া।

তিনি বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি কাতারের জনগণ এখন সত্যিই রোমাঞ্চিত। তারা ভক্তদের স্বাগত জানাতে প্রস্তুত। টুর্নামেন্ট যত ঘনিয়ে আসছে আমরা ততেই উত্তেজনা তৈরি হতে দেখছি।’

বিশ্বকাপের ফাইনালের ভেন্যু লুসাইল স্টেডিয়ামও প্রস্তুত জানালেন আল খাতের। একটা উপযুক্ত সময়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে তা উদ্বোধন করা হবে। লুসাইল স্টেডিয়াম প্রস্তুত, মানে বিশ্বকাপের আট ভেন্যুর সবগুলোই খেলা আয়োজনের উপযোগী।   


এএজে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন