ঢাকা মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫

Motobad news

শুরুতেই ৩ উইকেট হারাল বাংলাদেশ, ‘ডাক’ পেলেন সবাই

শুরুতেই ৩ উইকেট হারাল বাংলাদেশ, ‘ডাক’ পেলেন সবাই
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ। তবে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ৩ উইকেট হারিয়েছে টাইগাররা। এই তিন ব্যাটারের সবাই ডাক মেরেছেন, অর্থাৎ শূন্য রানে ফিরেছেন।

এ প্রতিবেদন লেখা অবধি ৬ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৬ রান করেছে বাংলাদেশ।

বাংলাদেশ ব্যাটিংয়ে ইনিংসের প্রথম ওভারের দ্বিতীয় বলে ওপেনার মাহমুদুল হাসান জয়কে শূন্য রানে এনক্রুমাহ বোনারের ক্যাচে বিদায় করেন কেমার রোচ। নিজের পরের ও দলীয় তৃতীয় ওভারে নাজমুল হোসেন শান্তকে শূন্য রানে বোল্ড করেন এই পেসার। এরপর ষষ্ঠ ওভারের প্রথম বলে জার্মেই ব্ল্যাকউডের ক্যাচে মুমিনুল হককে শূন্য রানে ফেরান জেডেন সিলস। সদ্য নেতৃত্বে থেকে সরে দাঁড়ানো মুমিনুলের এবারও ব্যাটিং ব্যর্থতা কাটলো না।

বৃহস্পতিবার অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে প্রথম দিনের ম্যাচ মাঠে গড়ায় বাংলাদেশ সময় রাত আটটায়। যেখানে টস জিতে বাংলাদেশ ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে স্বাগতিক উইন্ডিজ।

এই টেস্ট দিয়ে সাদা পোশাকে দ্বিতীয়বারের মতো নেতৃত্ব দিতে যাচ্ছেন সাকিব আল হাসান। টাইগার একাদশে আছেন নুরুল হাসান সোহান ও মোস্তাফিজুর রহমান।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় দুদলের জন্যই এই টেস্ট বেশ গুরুত্বপূর্ণ।

বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), ‍মুমিনুল হক, লিটন দাস, নুরুল হাসান সোহান, মেহেদি হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, এবাদত হোসেন, খালেদ আহমেদ।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ : ক্রেইগ ব্রেথওয়েট (অধিনায়ক), জন ক্যাম্পবেল, রেইমন রেইফার, এনক্রুমাহ বোনার, জার্মেই ব্ল্যাকউড, কাইল মায়ার্স, জসুয়া ডি সিলভা, আলজেরি জোসেফ, কেমার রোচ, জেডেন সিলস, গুডাকেস মোটি।


এএজে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন