বরিশাল বিমান বন্দরে মন্ত্রী তাজুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা


স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের মন্ত্রী মো. তাজুল ইসলাম একদিনের সফরে গোপালগঞ্জে গেছেন।
বুধবার ঢাকা থেকে বিমান যোগে বরিশালে এসে পৌছান তিনি। এসময় বিমান বন্দরে বরিশাল মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। এসময় বরিশাল মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও বরিশাল সিটি কপোরেশনের কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।
জানাগেছে, মন্ত্রী বৃহস্পতিবার সকাল ১০ টায় পল্লী জনপদ এবং বঙ্গবন্ধু দারিদ্র বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমি (বাপার্ড) গোপালগঞ্জ এর উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত হবেন।
এছাড়াও দুপুর ২টায় পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে কাঠাঁলবাড়ি ঘাটে স্থানীয় সরকার বিভাগের আওতাধীন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কতৃক অস্থায়ী শৌচাগার ও সুপেও পানির উৎস স্থাপনসহ অন্যান্য প্রস্তুতিমূলক কার্যক্রম পরিদর্শন করবেন।
এএজে
