জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী নৌকার রিফাত


কুমিল্লা সিটি কপোরেশন (কুসিক) নির্বাচনে নিজের জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী নৌকা প্রতীকের আওয়ামী লীগের প্রার্থী আরফানুল হক রিফাত। বুধবার (১৫ জুন) সোয়া ৯টার দিকে ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুলে ভোট দিয়েছেন তিনি।
ভোট দিয়ে বিজয় চিহ্ন দেখিয়ে রিফাত বলেন, জনগণ নৌকাতেই ভোট দেবেন। উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় নৌকার বিকল্প নেই। এ ভোটে জনগণের জয় হবে। কালো টাকা ছড়িয়ে কোনো লাভ হয়নি। জনগণ কালোটাকার প্রার্থীর সঙ্গে নেই।
এদিকে সকাল ১০টার দিকে হুচ্চামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেওয়ার কথা রয়েছে বর্তমান মেয়র ও বিএনপির বহিষ্কৃত নেতা মনিরুল হক সাক্কু।
ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) পদ্ধতিতে ভোটগ্রহণ করা হচ্ছে। নির্বাচন উপলক্ষে সাধারণ ছুটি থাকছে কুমিল্লা সিটি করপোরেশন এলাকায়। সে সঙ্গে জনশুমারির কাজ শুরু হবে একদিন পর ১৬ জুন থেকে। নির্বাচনে পাঁচ জন মেয়র প্রার্থী, ১০৮ জন সাধারণ কাউন্সিলর প্রার্থী ও ৩৮ জন নারী কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ২৭টি ওয়ার্ডের মোট ১০৫টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে।
এমইউআর
