পদ্মা সেতুর উদ্বোধন নিয়ে বরিশাল বিভাগে আওয়ামী লীগের প্রস্তুতি সভা মঙ্গলবার


আগামী ২৫ জুন উদ্বোধন হচ্ছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলবাসীর স্বপ্নের পদ্মাসেতু। ওইদিন সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যানবাহন চলাচলের জন্য আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন পদ্মা সেতু। এ উপলক্ষে পদ্মাসেতুর দুই প্রান্তে অনুষ্ঠিত হবে বিশাল জনসভা। এই জনসভায় ১০ লাখ মানুষের জনসমাগম ঘটবে। উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করবে বরিশাল তথা দক্ষিণাঞ্চলের হাজার হাজার মানুষ।
আর তাই পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠান জনসমুদ্রে পরিণত করতে বরিশালে প্রস্তুতিমূলক সভার আয়োজন করা হয়েছে। আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির জ্যেষ্ঠ সদস্য ও পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির মন্ত্রী পদমর্যাদায় আহ্বায়ক আবুল হাসানাত আবদুল্লাহ- এমপি এর আহ্বানে এই সভা অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার সকাল ১০টায় নগরীতে আয়োজিত এই সভায় বরিশাল বিভাগের এমপি, জেলা পরিষদের প্রশাসক, উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, জেলা এবং মহানগর, উপজেলা, পৌর আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করবেন। মঙ্গলবারের সভার মাধ্যমেই ২৫ জুন পদ্মা পদে সেতু উদ্বোধনী অনুষ্ঠানে বরিশাল অঞ্চল থেকে কিসংখ্যক জনসমাগম হবে তার দিক নির্দেশনা আসবে বলে জানিয়েছেন দলীয় নেতারা।
আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন বলেন, ‘আগামী ২৫ জুন স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন নিয়ে উৎসবে সামিল হবে দেশবাসী। পদ্মা সেতু নির্মাণে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতাস্বরুপ আমরা বরিশালসহ দক্ষিণাঞ্চলের হাজার হাজার মানুষ উদ্বোধন অনুষ্ঠানে অংশগ্রহণ করবো।
তিনি বলেন, ‘পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে পদ্মা নদীর কাঁঠালবাড়ি প্রান্তে যে জনসভার আয়োজন করা হয়েছে তাতে বরিশাল অঞ্চলের মানুষ অংশগ্রহণ করবেন। এজন্য আমাদের দক্ষিণাঞ্চলের নেতা আবুল হাসানাত আবদুল্লাহ ভাই বিভাগের সকল জেলা, উপজেলা এবং পৌরসভার নেতা ও জনপ্রতিনিধিদের সাথে প্রস্তুতিমূলক সভার আয়োজন করেছেন। তিনি দক্ষিণাঞ্চলের নেতা এবং জনপ্রতিনিধিদের সাথে পদ্ম সেতুর উদ্বোধনের বিষয় নিয়ে কথা বলবেন।
জানা গেছে, পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে মঙ্গলবারের প্রস্তুতিমূলক সভায় আবুল হাসানাত আবদুল্লাহ- এমপি ছাড়াও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বাহাউদ্দিন নাসিম এবং কেন্দ্রীয় কমিটির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেনসহ কেন্দ্রের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
কেআর
