ঢাকা মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

Motobad news

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে খালেদা জিয়া, উল্লাস করছে শেখ হাসিনা: রিজভী

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে খালেদা জিয়া, উল্লাস করছে শেখ হাসিনা: রিজভী
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দেশনেত্রী খালেদা জিয়া অথচ শেখ হাসিনা উল্লাস করছে বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।

রবিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, বিদেশে উন্নত সুচিকিৎসার দাবিতে ও তার সুস্থতা কামনায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল এ দোয়া মাহফিলের আয়োজন করে।

রিজভী বলেন, বেগম খালেদা জিয়ার জীবন বিপন্ন। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। অথচ শেখ হাসিনা উল্লাস করছে। শেখ হাসিনার উল্লাস আদিম-অরণ্যের উল্লাস। আদিমকালে শিকারকে আঘাত করে, তাকে কবজায় নেয়ার পর শিকারি যেভাবে উল্লাস করত সেই আদিম উল্লাস করছেন শেখ হাসিনা। গোটা জাতিকে বন্দী করে, গোটা জাতির বাক স্বাধীনতাকে বন্দী করে, গোটা জাতির মৌলিক অধিকারকে বন্দী করে, শেখ হাসিনা এখন উল্লাস করছেন পদ্মা সেতু দেখিয়ে।

রিজভী বলেন, নেত্রী জটিল সমস্যায় ভুগছেন। লিভারের জটিল সমস্যা, কারাগারে নেয়ার আগে চোখে অপারেশন হয়েছিল। সেই জরাজীর্ণ কারাগার, পুরোনো বিল্ডিংয়ের ধুলোবালি তার অপারেশন করা চোখে পড়েছে। এটাও একটা নির্যাতন। তারপর করোনা আসল, করোনার মধ্যেই তাকে বাসায় নিয়ে আসা হয়। তারপর ভুগলেন ভয়াবহ করোনায়। এর মধ্যে গতকাল আমরা জানলাম তার হার্ট অ্যাটাক হয়েছে। তাহলে বোঝেন কী রকম শারীরিক অসুস্থতার মধ্যে তিনি পড়েছেন। আমি গতকাল দেখতে গিয়েছিলাম, দূর থেকে দেখেছি। দেশনেত্রীকে চেনা যায় না।

বিএনপির এই মুখপাত্র বলেন, পরিস্থিতি যখন এই, তখন কী বার্তা দিচ্ছেন প্রধানমন্ত্রী? পদ্মা সেতু নিয়ে কত আয়োজন করা হবে। কত জৌলুশ করা হবে। সেই উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে জেলায় জেলায় উৎসব করা হবে। কারণ তার মনের মধ্যে আনন্দ। একনায়ক শাসকের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী যদি খুব খারাপ অবস্থায় থাকে, জীবন যন্ত্রণার শারীরিক অসুস্থতার মধ্যে থাকে তখন এটা তাদের জন্য আনন্দের হয়। শেখ হাসিনা সেই আনন্দই করছেন।

পদ্মা সেতুর প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, মনে হচ্ছে দক্ষিণ-পশ্চিম অঞ্চলের জন্য যে সেতুটি, সেটি একবারে নিজের পৈতৃক টাকা থেকে তিনি বানিয়ে দিচ্ছেন। কিন্তু একবারও তিনি বললেন না যে এটা অল্প টাকায় বানানো যেত। বিশ্ব ব্যাংক যে উদ্যোগ নিয়েছিল সেখানে তার মন্ত্রী, তার উপদেষ্টারা ঘুষ চাওয়াতে বিশ্ব ব্যাংক সেটা বাতিল করেছে। বিশ্ব ব্যাংক সবচেয়ে অল্প সুদে প্রকল্পে অর্থায়ন করে। এখন চীনের কাছ থেকে চড়া সুদ নিয়ে এত দিনে পদ্মা সেতু তিনি করেছেন। এই চড়া সুদের কারণে প্রায় ১ লাখ টাকা ঋণ নিয়ে নবজাতক শিশু তার মায়ের পেট থেকে জন্ম নিচ্ছে। এটা শেখ হাসিনার অবদান। গোটা জাতিকে, নবজাতক শিশুকে তিনি ঋণগ্রস্ত করেছেন।

তিনি বলেন, সারা দেশের মানুষ এখন ঋণগ্রস্ত। মধ্য ও নিম্ন আয়ের মানুষেরা আগে যে টাকায় পণ্য কিনতে পারতেন এখন তা পারবেন না। সাধারণ মানুষ চোখে অন্ধকার দেখছে। শেখ হাসিনা বুঝতে পারছেন না গোটা জাতির সঙ্গে, মধ্য আয়ের মানুষেরা সঙ্গে, নিম্ন আয়ের মানুষের সঙ্গে, তাদের ক্ষুধা নিয়ে তামাশা করছেন। তাদের দারিদ্র্যতা নিয়ে রসিকতা করছে। তিনি তাদেরকে ব্যঙ্গ বিদ্রূপ করছেন।

সংগঠনের সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবীব উন নবী খান সোহেল, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, সিনিয়র সহসভাপতি গোলাম সারওয়ার প্রমুখ উপস্থিত ছিলেন।


এএজে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন