ঢাকা মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

Motobad news

নৌকার বিরোধীতা : হিজলা-মেহেন্দীগঞ্জে ১৭ নেতাকে বহিস্কার

নৌকার বিরোধীতা : হিজলা-মেহেন্দীগঞ্জে ১৭ নেতাকে বহিস্কার
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ ও হিজলা উপজেলার ৮টি ইউনিয়নে নৌকা প্রতিকের বিরোধীতা করে নির্বাচনে অংশ নেওয়ায় ১৭ জনকে বহিস্কার করেছে জেলা আওয়ামী লীগ।

এরমধ্যে তিনজন রয়েছেন যাতের পূর্বেও বহিস্কার করা হয়েছিল। সেই বহিস্কার আদেশ প্রত্যাহার হওয়ার আগে দ্বিতীয় দফায় আবারো বহিস্কার করা হয়েছে। 

বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস এই তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানিয়েছেন, আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকে প্রার্থীদের বিরুদ্ধে বিদ্রোহী অথবা স্বতন্ত্রভাবে কতিপয় নেতাকর্মী নির্বাচনে অংশগ্রহন করছেন এবং বার বার অনুরোধ করা সত্যেও নির্বাচন থেকে সরে দাঁড়াননি। তাছাড়া সংগঠনের দায়িত্বপূর্ণ পদে থেকে দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়ে বিদ্রোহী প্রার্থীদের প্রত্যক্ষভাবে সহযোগিতা করে দলীয় শৃঙ্খলা নষ্ট করছেন। এজন্য গঠনতন্ত্রের ৪৭ (ঠ) ধারা অনুযায়ী তাদেরকে দল থেকে বহিস্কার করা হয়েছে।

বহিষ্কৃতরা হলেন, মেহেন্দিগঞ্জ উপজেলার ৩নং চরএককরিয়া ইউনিয়নের আবুল হোসেন আকন ও রুহুল আমিন পলাশ। ১৩নং কাজিরহাট থানার গোবিন্দপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মহিউদ্দিন তালুকদার। ১নং আন্ধারমানিক ইউনিয়নের নাসির উদ্দিন খোকন, আঃ রহমান পলাশ, কাজী শহীদুল ইসলাম। ২নং লতা ইউনিয়নের আবু রাশেদ মনি ও ফজলে রাব্বি। ৬নং বিদ্যানন্দপুর ইউনিয়নের আবুল বাসার মাস্টার, শাহ আলমগীর ও তার প্রধান সমন্বয়কারী শাহাব উদ্দিন ফকির, মনির হোসেন ও তাহার প্রধান সমন্বয়কারী বর্তমান চেয়ারম্যান আঃ জলিল মিয়া। ১৫নং জয়নগর ইউনিয়নের মনির হোসেন হাওলাদার। হিজলা উপজেলার ৫নং হিজলা গৌরবদী ইউনিয়নের মো. ফিরোজ হোসেন ও জাহাঙ্গীর মুন্সি। ৬নং ধুলখোলা ইউনিয়নের মো. জামাল উদ্দিন ঢালী। এদের মধ্যে ১নং আন্ধারমানিক ইউনিয়নের কাজী শহীদুল ইসলাম, ১৫নং জয়নগর ইউনিয়নের মনির হোসেন হাওলাদার ও ৬নং ধুলখোলা ইউনিয়নের জামাল উদ্দিন ঢালীকে এর আগেও বহিস্কার করেছিল দল। সেই বহিস্কারাদেশ প্রত্যাহার হওয়ার আগেই আবারো তাদের বহিস্কার করা হলো। 

প্রসঙ্গত, আগামী ১৫ জুন মেহেন্দিগঞ্জ উপজেলার বিদ্যান্দপুর, লতা, আন্ধারমানিক, চরএকরিয়া, জয়নগর, গোবিন্দপুর ইউনিয়ন ও হিজলা উপজেলার হিজলা-গৌরবদী ও ধুলখোলা ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।


এএজে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন