ঢাকা মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫

Motobad news

২৩ রানের আক্ষেপ বাবরের

২৩ রানের আক্ষেপ বাবরের
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

টানা তিন ইনিংসে সেঞ্চুরির পর আজ'ও সেঞ্চুরির লক্ষ্যেই এগিয়ে যাচ্ছিলেন বাবর আজম। কিন্তু মাত্র ২৩ রানের আক্ষেপ নিয়ে মাঠ ছাড়লেন পাকিস্তান অধিনায়ক বাবর। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৭৭ রান করে আকিল হোসেনের বলে তার কাছেই ক্যাচ দিয়ে ফিরে যান বাবর। আর এতে ছোঁয়া হল না শ্রীলঙ্কান কিংবদন্তি কুমার সাঙ্গাকারার করা টানা চার সেঞ্চুরির রেকর্ড।

 
২০১৫ বিশ্বকাপে টানা চার ইনিংসে শতকের দেখা পেয়েছিলেন কুমার সাঙ্গাকারা। সেবার বাংলাদেশ (১০৫), ইংল্যান্ড (১১৭), অস্ট্রেলিয়া (১০৪) এবং স্কটল্যান্ডের (১২৪) বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন তিনি।

মুলতানে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শতক করলেই তার রেকর্ড স্পর্শ করতেন বাবর আজম। কিন্তু ৭৭ রানেই ফিরতে হয়েছে তাকে। তবে ক্যারিবিয়ানদের বিপক্ষে প্রথম ওয়ানডেতে গড়েছেন আরেক রেকর্ড। সেই ম্যাচে শতকের মধ্য দিয়ে দ্বিতীয় বারের মত টানা তিন ইনিংসে সেঞ্চুরি করেন বাবর। পাকিস্তান অধিনায়কের শেষ তিন শতক; অস্ট্রেলিয়া (১১৪), অস্ট্রেলিয়া (১০৫*) এবং ওয়েস্ট ইন্ডিজ (১০৩)। এর আগে ২০১৬ সালে টানা তিন শতক করেন বাবর। তিনটি শতকই ছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।  

ওয়ানডে ক্রিকেটে টানা তিন ইনিংসে শতক করেছে ভারতের জহির আব্বাস, পাকিস্তানের সাঈদ আনোয়ার, দক্ষিণ আফ্রিকার হার্শেল গিবস, এবি ডি ভিলিয়ার্স, কুইন্টন ডি কক, ভারতের ভিরাট কোহলির মত ক্রিকেটাররা। কিন্তু একমাত্র কুমার সাঙ্গাকারাই টানা চার ইনিংসে শতক করেছেন।


এএজে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন