ঢাকা মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

Motobad news

রাজনীতিতে ফিরলেন ৮০’র দশকের ছাত্র নেতা নাজমুল হোসাইন ফয়সাল

রাজনীতিতে ফিরলেন ৮০’র দশকের ছাত্র নেতা নাজমুল হোসাইন ফয়সাল
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ফের রাজনীতিতে ফিরেছেন ৮০’র দশকের ছাত্র নেতা মু. নাজমুল হোসাইন ফয়সাল। তাকে রাজনীতিতে সক্রিয় করতে জাতীয় পার্টির বরিশাল মহানগর শাখার যুগ্ম আহবায়ক করা হয়েছে। তাকে আট নম্বর যুগ্ম আহবায়ক হিসেবে অন্তর্ভুক্ত করে গত ২ জুন মহানগর জাতীয় পার্টির পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। 

দীর্ঘ বছর পরে জাতীয় পার্টির রাজনীতিতে ফিরেই তিনি প্রথমে পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। পাশাপাশি তিনি দলের একজন প্রতিনিধি হিসেবে বরিশালের উন্নয়নে ভ‚মিকা রাখবেন বলেন জানিয়েছেন জাতীয় ছাত্র সমাজ বরিশাল জেলার সাবেক সাধারণ সম্পাদক মু. নাজমুল হোসাইন ফয়সাল।

জানা গেছে, ‘৮০’র দশকে অর্থাৎ ১৯৮৫ সালে জাতীয় ছাত্র সমাজের প্রার্থী হিসেবে সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ ছাত্র সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেন মু. নাজমুল হোসাইন ফয়সাল। সৈয়দ হাতেম আলী কলেজ ও বরিশাল কলেজ সরকারি করণের পেছনেও অবদান রয়েছে সাবেক এই ছাত্র নেতার। তৎকালিন সময়ে হাতেম আলী কলেজ এবং বরিশাল কলেজ সরকারি করণের প্রস্তাব নিয়ে দুই কলেজের ছাত্র সংসদের পক্ষ থেকে মু. নাজমুল হোসাইন ফয়সাল এবং বর্তমান মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীর নেতৃত্বে তৎকালিন রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ এর সাথে সাক্ষাৎ করি। ওই দিন তিনি কলেজ দুটি সরকারি করণের বিষয়ে আমাদের আশ্বস্ত করেন। পরবর্তীতে তিনি বরিশালে এসে বরিশাল নগরীর বঙ্গবন্ধু উদ্যানে সমাবেশের মাধ্যমে দুটি কলেজকে সরকারি করণের ঘোষণা করেন।

আলাপকালে জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক মু. নাজমুল হোসাইন ফয়সাল বলেন, ‘১৯৮০ সাল থেকে রাজনীতিতে যুক্ত থাকলেও পরবর্তী ১৯৯১ সালে বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শওকত হোসেন হিরন এর হাত ধরেই জাতীয় ছাত্র সমাজের রাজনীতিতে পুনরায় সক্রিয় হই। 

পরবর্তীতে ১৯৯৫-৯৬ সালে শওকত হোসেন হিরন যখন জেলা জাতীয় পার্টির সভাপতি ছিলেন তখন বরিশাল জেলা ছাত্র সমাজের সাধারণ সম্পাদক হিসেবে আমি নেতৃত্ব দিয়েছি। তাছাড়া ১৯৯৬ সালে অংশিদারিত্বের ভিত্তিতে জাতীয় ঐক্যমতের সরকার গঠনের আন্দোলনে সক্রিয় ভ‚মিকা রাখি। তাছাড়া ১৯৯৭ সালে জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় কমিটির সদস্যও ছিলাম। এছাড়া ওয়ান এলেভেনের সময় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদেও প্রতিদ্বন্দিতা করেন মু. নাজমুল হোসাইন ফয়সাল।

জানা গেছে, বরিশাল সদর উপজেলার চানপুরা ইউনিয়নের কুন্দিয়ালপাড়া এলাকার মুন্সি বাড়ির কৃতি সন্তান মু. নাজমুল হোসাইন ফয়সাল বর্তমানে বরিশাল নগরীর ব্রাউন কম্পাউন্ড রোড এলাকায় বসবাস করেন। পেশায় তিনি ঢাকার একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তার দাদা এফারাজ উদ্দিন মুন্সি দীর্ঘ ২৬ বছর ৮ নম্বর চানপুরা ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।
মু. নাজমুল হোসাইন ফয়সাল বলেন, ‘রাজনীতি মানুষের জন্য। শওকত হোসেন হিরন ভাই মেয়র থাকাবস্থায় আমি দেখেছি তিনি কিভাবে মানুষের উপকার করেছেন। তার উন্নয়নমূলক কাজ এবং আধুনিক চিন্তাধারা অনুসরণ করেছি। 

তাকে দেখেই মূলতঃ রাজনীতির মাধ্যমে জনসেবার ইচ্ছে জাগে। তবে হিরন ভাইয়ের মৃত্যুর পরে নিজেকে রাজনীতি থেকে গুটিয়ে নেই। দীর্ঘদিন নিজেকে রাজনীতি থেকে আড়াল করে রেখেছিলাম। দীর্ঘ দিন পরে আমাকে মহানগর জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক এর দায়িত্ব দেয়া হয়েছে। মহানগর জাতীয় পার্টির আহবায়ক মহসিন উল ইসলাম হাবুলের অনুপ্রেরণায় আমি এই দায়িত্ব গ্রহণে ইচ্ছঅ প্রকাশ করি। আমি আশা করছি দায়িত্ব পালনে সর্বত্বক প্রচেষ্টা চালিয়ে যাবো। তাছাড়া পার্টি যদি মনে করে নির্বাচন রাজনীতিতে আমার প্রয়োজন আছে তবে দল যে সিদ্ধান্ত দিবে সেভাবে কাজ করতে প্রস্তুত রয়েছি।

উল্লেখ্য, গত ২ জুন বরিশাল মহানগর জাতীয় পার্টির ১৮৯ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি অনুমোদন দেয় কেন্দ্রীয় কমিটি। কমিটিতে মহসিন উল ইসলাম হাবুলকে আহবায়ক এবং ইকবাল হোসেন তাপসকে সদস্য সচিব করা হয়েছে।


এএজে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন