রিয়ালের সঙ্গে চুক্তি নবায়ন করলেন মদরিচ


রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি নবায়ন করেছেন লুকা মদরিচ। আরও এক বছর সান্তিয়াগো বার্নাব্যুতে থাকবেন ক্রোয়েশিয়ান মিডফিল্ডার। ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত অলহোয়াইট জার্সিতে দেখা যাবে ৩৬ বছর বয়সী তারকাকে।
২০২১/২২ মৌসুমে কোচ কার্লো আনচেলত্তির অধীনে লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ উদ্ধার করেছে রিয়াল। নতুন মৌসুম সামনে রেখে ইতোমধ্যে পরিকল্পনা সাজাতে শুরু করেছে স্প্যানিশ জায়ান্টরা।
সময়ের সেরা মিডফিল্ডার মদরিচ। অনেকের কাছে যিনি ‘ক্রোয়েশিয়ান ক্রুইফ’ নামে পরিচিত। রিয়ালের রেকর্ড ১৪তম ইউরোপিয়ান মুকুট জয়েরও অন্যতম নায়ক তিনি। এই অভিযানে পিএসজি ও চেলসির বিপক্ষে কামব্যাকের গল্প লেখা ব্লাঙ্কোসদের হয়ে দুটি দুর্দান্ত অ্যাসিস্টও করেন। প্যারিসে লিভারপুলের বিপক্ষে ফাইনালে ভিনিসিয়াস জুনিয়রের জয়সূচক গোলেও অবদান রাখেন মদরিচ।
বার্নাব্যুতে এক দশক হয়ে গেল ক্রোয়াট মিডফিল্ডারের। ২০১২ সালে টটেনহাম ছেড়ে ৩০ মিলিয়ন পাউন্ডে রিয়ালের সঙ্গে চুক্তি করেন মদরিচ। গত মৌসুমে স্প্যানিশ জায়ান্টদের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৫ ম্যাচ খেলেছেন তিনি। আগামী বিশ্বকাপে ক্রোয়েশিকেও নেতৃত্ব দেবেন।
এএজে
