ঢাকা মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

Motobad news

উজিরপুরে ৬ টি ইউনিয়নে আওয়ামী লীগের নতুন কমিটি

উজিরপুরে ৬ টি ইউনিয়নে আওয়ামী লীগের নতুন কমিটি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

আগামী সংসদ নির্বাচনকে ঘিরে তৃনমূলের নেতাকর্মীদের উজ্জিবীত করতে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী ত্রি-বার্ষিক সম্মেলনের মাধ্যমে বরিশালের উজিরপুর উপজেলার ৯ টি ইউনিয়ন ও একটি পৌরসভা আওয়ামীলীগের কমিটি গঠন করা হয়েছে। কয়েকমাস পূর্বে তিনটি ইউনিয়ন ও একটি পৌরসভায় আওয়ামীলীগের কমিটি ঘোষণা করা হয়েছে। 


বুধবার (৭ জুন) সন্ধ্যায় অবশিষ্ট ০৬ টি ইউনিয়ন সাতলা, হারতা, জল্লা, ওটরা, শোলক, ও গুঠিয়ায় আওয়ামীলীগের কমিটি ঘোষণা করেন উপজেলা আওয়ামীলীগ। 


উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস.এম জামাল হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন বেপারীর স্বাক্ষরিত উপজেলা আওয়ামীলীগের প্যাডে কমিটি ঘোষণা করা হয়েছে। 

সাতলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ খায়রুল বাশার লিটন, সাধারণ সম্পাদক বর্তমান চেয়ারম্যান মোঃ শাহিন হাওলাদার, হারতা  ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুনিল কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক বর্তমান চেয়ারম্যান বাবু অমল মল্লিক, ওটরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক ওয়ালিউর রহমান লিংকন, সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম মৃধা, সাংগঠনিক সম্পাদক মো: জুয়েল মৃধা, জল্লা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সমীর কুমার মজুমদার, সাধারণ সম্পাদক জহর লাল সরকার, শোলক ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি অধ্যাক্ষ কাজী হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক ইউপি সদস্য মোঃ জামাল হোসেন ও  গুঠিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুস ছত্তার মোল্লা, সাধারণ সম্পাদক সরদার মোঃ মিন্টুর নাম ঘোষনা করা হয়েছে। 

উপজেলা আওয়ামীলীগের সাধারন  সম্পাদক ও পৌর মেয়র মো: গিয়াস উদ্দিন বেপারী বলেন, কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে ৯ টি ইউনিয়ন ও একটি পৌরসাভায় ত্রি-বার্ষিক সম্মেলনের মাধ্যমে কমিটি ঘোষণা করা হয়েছে। ত্যাগী ও দুর্দীনের নেতাকর্মীদের দিয়ে কমিটি ঘোষণা করা হয়েছে।  
 


এসএমএইচ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন