বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবলে বিভাগের চ্যাম্পিয়ন বরিশালের মেয়েরা


বঙ্গবন্ধু বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব- ১৭ এর বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে বরিশাল জেলার মেয়েরা। তারা পটুয়াখালী জেলা দলকে ৪-০ গোলের বিশাল ব্যবধানে পরাজিত করেছেন।
এর আগে মঙ্গলবার দুপুরে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল স্টেডিয়ামে বরিশাল বনাম পটুয়াখালী জেলা বালিকা দলের মধ্যে বিভাগীয় পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
খেলার শুরুতে প্রথম অর্ধে ২টি গোল করে এগিয়ে যায় বরিশালের মেয়েরা। এতে চাপে পড়ে যায় পটুয়াখালী জেলার মেয়েরা। খেলার দ্বিতীয় অর্ধে আরও দুটি গোল করে নিজেদের বিজয় নিশ্চিত করেন বরিশালের মেয়েরা।
চূড়ান্ত ফলাফলে বরিশাল জেলার মেয়েরা ৪-০ গোলে বিজয় হয়েছেন। বিজয়ী দলের পক্ষে মরিয়ম আক্তার মিম ২টি, মারুফা ১টি এবং আখি ১টি করে গোল করেছে। এছাড়া শ্রেষ্ঠ খেলোয়াড় বিজয়ী হয়েছেন বরিশাল দলের মারুফা।
এদিকে, বালিকা পর্যায়ের খেলা শেষে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল স্টেডিয়ামে বিভাগীয় পর্যায়ের বালক দলের মধ্যে প্রতিযোগিতা হয়। ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করছে বরিশাল এবং বরগুনা জেলা।
এইচকেআর
