বিয়ের জন্য মাঠ ভাড়া দেবে বার্সেলোনা


বিয়ের অনুষ্ঠানে থাকবে ইউরোপিয়ান ট্রফি। এমন স্বপ্ন অনেকটাই অবাস্তব। তবে এই স্বপ্নটিকে বাস্তবে রুপ দেওয়ার সুযোগ করে দিচ্ছে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। এখন চাইলেই যে কেউ পূরণ করতে পারবেন এ অবাস্তব স্বপ্নটিকে।
স্পোর্টসকিডা তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, অর্থনৈতিকভাবে দুর্দশায় থাকা ক্লাবটি তাদের মাঠ ন্যু ক্যাম্পকে বিয়ের জন্য ভাড়া দেবে। এতে খরচ হবে বাংলাদেশি টাকায় দেড় থেকে দুই লাখ। সেটা অবশ্য ২৫ থেকে ৫০ জন অতিথি নিয়ে ফাউন্ডেশন লাউঞ্জের জন্য।
১৩ হাজার ৫০০ ইউরো বা প্রায় ১৩ লাখ টাকা গুনলে সর্বোচ্চ ৩০০ থেকে এক হাজার অতিথির জন্য গ্র্যান্ডস্ট্যান্ড হল ভাড়া নেওয়া যাবে। শুধু বিয়ে নয়, যেকোনো ব্যক্তিগত অনুষ্ঠানই করা যাবে সেখানে।
এ অর্থ অবশ্য কেবল জায়গার ভাড়া হিসেবেই নেওয়া হবে। এছাড়া ৯৫ ইউরো থেকে শুরু করে ১২০ ইউরোর মধ্যে বিভিন্ন মেন্যুর ব্যবস্থা করবে ক্যাম্প ন্যু ক্যাম্প কতৃপক্ষ।
বিয়ে ছাড়া আরও টাকা আয়ের এক অভিনব উদ্যোগ নিয়েছে। আগামী ৬ ও ১১ জুন সমর্থকদের জন্য চারটি ম্যাচ আয়োজন করবে বার্সেলোনা। এই ম্যাচ খেলার জন্য জনপ্রতি গুনতে হবে ৩০০ ইউরো। বাংলাদেশি টাকায় যা ২৮ হাজার টাকার বেশি।
এএজে
