জিয়াউর রহমান এর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মোনাজাত

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪১তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ‘গণতন্ত্র উত্তরণে শহীদ জিয়া শীর্ষক” আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে নগরীর সদররোডস্থ জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যালয়ে বরিশাল জেলা শ্রমিকদলের আয়োজনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বরিশাল জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি আঃ হক ফরাজীর সভাপতিত্বে ও জেলা শ্রমিকদল সাধারন সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চলনায় আলোচনা ও দোয়া মোনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বরিশাল জেলা (দক্ষিণ) বিএনপি আহবায়ক এ্যাডভোকেট মুজিবুর রহমান নান্টু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপি সদস্য সচিব এ্যাডভোকেট আকতার হোসেন তালুকদার মেবুল, শ্রমিক দল কেন্দ্রীয় সহ-সাধারন সম্পাদক এ.এম.জি ফারুক, মহানগর স্বেচ্ছাসেবকদল সভাপতি মাহবুবুর পিন্টু, জেলা শ্রমিকদল সহ-সভাপতি মো. নান্নু মিয়া, সহ-সভাপতি মো. মহসিন আহমে, জেলা শ্রমিকদল যুগ্ম সম্পাদক মো. কামাল সরদার, সদর কোতয়ালী সভাপতি মো. রফিকুল ইসলাম আকন, বানারীপাড়া উপজেলা শ্রমিকদল সভাপতি মো. সম্্রাট তালুকদার, উজিরপুর উপজেলা সভাপতি মো. হাইয়ূম, বাকেরগঞ্জ সাধারন সম্পাদক মো. রাজা, বাবুগঞ্জ উপজেলা সম্পাদক মো. আরিফ হোসেন, হিজলা উপজেলা সম্পাদক মো. শাহজাহান মিয়া, মেহেন্দিগঞ্জ উপজেলা সম্পাদক মো. জসিম, মুলাদী উপজেলা সম্পাদক মো. মোজাম্মেল, ও আগৈলঝাড়া উপজেলা সভাপতি মো. আলাল প্রমুখ।
পরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে দোয়া-মোনাজাত করা হয়।
এএজে
