পেটের অসুখের কারণ জানতে মির্জা আব্বাসের পরীক্ষা-নিরীক্ষা চলছে


উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের পেটের অসুখের কারণ জানতে পরীক্ষা-নিরীক্ষা চলছে।
জানা গেছে, দেশে শুধু স্যালাইন দিলেও সিঙ্গাপুরের হাসপাতালে তাকে মুখে খাবার দেওয়া হচ্ছে।
শুক্রবার মির্জা আব্বাসের সর্বশেষ শারীরিক অবস্থার কথা জানিয়েছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।
রফিকুল ইসলাম বলেন, ‘গত ২৪ মে উন্নত চিকিৎসার জন্য সপরিবারে সিঙ্গাপুরে যান মির্জা আব্বাস। ওই দিনই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। দেশে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে যে চিকিৎসা দেওয়া হয়েছিল একই চিকিৎসা সেখানে তাকে দেওয়া হচ্ছে। মুখে খাবার দিয়ে চিকিৎসকরা পর্যবেক্ষণ করছেন পরিস্থিতি কী হয় তা দেখার জন্য। পেটের অসুখের কারণ জানতে যে পরীক্ষা-নিরীক্ষাগুলো চলছে তা জানার পর পরবর্তী চিকিৎসা তাকে দেওয়া হবে।’
মির্জা আব্বাসের সুস্থতার জন্য তার পরিবারের সদস্যরা দেশবাসীর দোয়া চেয়েছেন বলেও জানান রফিকুল ইসলাম।
পেটের অসুখের কারণে জরুরি ভিত্তিতে গত ১৫ মে মির্জা আব্বাসকে রাজধানীর শ্যামলীর বিশেষায়িত হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তি হওয়ার পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাকে দেখতে হাসপাতালে যান। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিয়মিত তার চিকিৎসার খোঁজখবর নিচ্ছেন বলে জানা গেছে।
সিঙ্গাপুরের হাসপাতালে মির্জা আব্বাসের সঙ্গে রয়েছেন তার স্ত্রী ও মহিলা দল কেন্দ্রীয় সংসদের সভাপতি আফরোজা আব্বাস ও বড় ছেলে।
এএজে
