ঢাকা মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫

Motobad news

ইউনাইটেড ছাড়ছেন পগবা

ইউনাইটেড ছাড়ছেন পগবা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

‘একবার লাল মানে সবসময় লাল। ধন্যবাদ পল পগবা, তোমার সেবার জন্য’ ম্যানচেস্টার ইউনাইটেডের টুইটার পেজে ঢুঁ মারলে চোখে পড়বে এই লেখা। নিশ্চয় এতক্ষণে বুঝে ফেলেছেন, কী ঘটতে চলেছে।

আরেকটু খোলাসা করে বললে, ওল্ড ট্রাফোর্ড ছাড়ছেন পগবা। তাও ফ্রি ট্রান্সফারে। এই মাসের পর ফরাসি মিডফিল্ডারের সঙ্গে ‍চুক্তি শেষ হচ্ছে রেড ডেভিলদের। তবে ইউনাইটেডের ভাষায় যে, ‘একবার লাল মানে সবসময় লাল’। কাগজে-কলমের সম্পর্ক শেষ হলেও ফান্সের হয়ে বিশ্বকাপজয়ী তারকার হৃদয়েও নিশ্চয় থাকবে রেড ডেভিলদের জন্য ভালোবাসা।

এরপর কোথায় যাবেন পগবা? জুভেন্টাসে ফিরবেন নাকি ফ্রান্সে? পিএসজিতে তাকে মেসি-এমবাপ্পের পাশে দেখা যাওয়ারও সম্ভাবনা রয়েছে। ইউরোপের ফুটবলে এমন গুঞ্জন দিনদিন বাড়ছে। পগবার ইউনাইটেড ছাড়ার বিষয়টি গুঞ্জন আকারেই ছিল। শেষ পর্যন্ত তা কী সত্য হচ্ছে না?

জুভেন্টাস ছেড়ে ২০১৬ সালে বিশ্ব রেকর্ড ৮৯ মিলিয়ন পাউন্ডে ফের ইউনাইটেডে ফেরেন ২৯ বছর বয়সী মিডফিল্ডার। ওল্ড ট্রাফোর্ডে নিজের দ্বিতীয় অধ্যায়ে ২২৬ ম্যাচে ৩৯ গোল করেন পগবা।


এএজে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন