ঢাকা মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫

Motobad news

পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ তিন ম্যাচের ওয়ানডের সিরিজের ভেন্যু পরিবর্তন

পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ তিন ম্যাচের ওয়ানডের সিরিজের ভেন্যু পরিবর্তন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

চলমান রাজনৈতিক অস্থিরতার জেরে বদলে গেল পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ তিন ম্যাচের ওয়ানডের সিরিজের ভেন্যু। দুই দেশের এই সিরিজের ম্যাচগুলো হওয়ার জন্য আগের থেকে নির্ধারিত ভেন্যু ছিল রাওয়ালপিন্ডি। তবে এখন তা বদলে সিরিজের নতুন ভেন্যু করা হয়েছে মুলতানকে।

করাচি এবং লাহোরে পিচ সংস্কারের কাজ চলমান থাকায় সেখানে এই মুহুর্তে সিরিজ আয়োজন সম্ভব নয়। অন্যদিকে মাঠের সংস্কার কাজ চলমান থাকায় পেশোয়ারের চন্তাও বাদ দিতে হয়েছে। এতোকিছু মাথায় রেখে আগে থেকেই এই সিরিজের ব্যাকআপ ভেন্যু হিসেবে মুলতানকে ঠিক করে রেখেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

পাকিস্তানের সরকার আর বিরোধীদের মধ্যে চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে রাজধানী ইসলামাবাদসহ এর আশপাশের এলাকায় আপাতত থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সিরিজের মূল ভেন্যু রাওয়ালপিন্ডি রাজধানী ইসলামাবাদের নিকটেই অবস্থিত হওয়ায় তা বদলে মুলতানে নেয়া হয়েছে।

সিরিজের নতুন ভেন্যু মুলতানে খেলতে গিয়ে অবশ্য প্রতিপক্ষের চাইতে গরমের সাথেই হয়তো বেশি লড়াই করতে হবে দুই দলের ক্রিকেটারদেরই। সাধারণত এই সময়ে মুলতানের তাপমাত্রা প্রায়ই ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে অবস্থান করে। তাই বছরের এই সময়টা সেখানে আন্তর্জাতিক ক্রিকেট বাদই থাকলো, কখনও ঘরোয়া ক্রিকেটের কণো আসরও আয়োজন করে না পিসিবি।

তবে এই গরমে ক্রিকেটারদের কথা মাথায় রেখে ভেন্যু মুলতানে স্থানান্তরিত হওয়ায় সিরিজের সবগুলো ম্যাচ রাখা হয়েছে দিবা-রাত্রির, যেন কিছুটা হলেও প্রখর সূর্যের তাপ আর গরম থেকে রক্ষা পায় তারা। সিরিজের সবগুলো ম্যাচই শুরু হবে স্থানীয় সময় বিকেল ৪টায়।

আগামী ৮, ১০ ও ১২ জুন তিনটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে দুই দলের মধ্যে। গত ডিসেম্বরে টি-টোয়েন্টি সিরিজের সাথেই ওয়ানডে সিরিজও খেলার কথা ছিল। তবে টি-টোয়েন্টি সিরিজের পরই উইন্ডিজ শিবিরে করোনা দেখা দেয়ায় ওয়ানডে না খেলেই দেশে ফিরে গিয়েছিল ক্যারিবিয়রা।


এমইউআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন