ঢাকা মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫

Motobad news

আমতলীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু

আমতলীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরগুনার আমতলীর চাওড়া  ইউনিয়নের পাতাকাটা গ্রামে রবিবার দুপুরে মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। 

জানা গেছে, রবিবার দুপুরে বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এসয় চাওরা ইউনিয়নের পাতাকাটা গ্রামের ইসমাইল হাওলাদারের ছেলে হাচন আলী হাওলাদার (৬০) মাঠ থেকে গরু খোয়ারে আনার জন্য বৃষ্টি উপেক্ষা করে মাঠে যান সে । 

গরু নিয়ে বাড়িতে পৌছার আগেই বৃষ্টির সাথে বজ্র হলে আকস্মিক হাচন আলী মাটিতে লুটিয়ে পরেন। তাকে বাড়ি ফিরতে না দেখে স্বজনরা খুজতে গিয়ে দেখেন হাচন আলী ঝলশানো শরীর নিয়ে মাঠে পরে রয়েছে। 

এসময় স্বজনরা মৃত অবস্থায় তাকে উদ্ধার করে বাড়ী নিয়ে আসেন। আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম মিজানুর রহমান বলেন, এঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে।
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন