ঢাকা শনিবার, ১০ জানুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন তারেক রহমান ভোটকেন্দ্রে সন্ত্রাস, জাল ভোট ও অস্ত্র প্রদর্শন রোধে ইসির কঠোর নির্দেশ বিড়িতে সুখটান দেওয়া বক্তব্যের ব‍্যাখ‍্যা দিলেন ফয়জুল হক ‘বিড়িতে সুখ টান দিয়েও দাঁড়িপাল্লায় ভোট চাইলে আল্লাহ মাফ করে দিতে পারে’ বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হলেন নাজিমুদ্দিন আলম ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নেই, সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: জামায়াত   ইরানের মাশহাদ বিক্ষোভকারীদের দখলে, ভিডিও পোস্ট করে ট্রাম্পের দাবি বরিশালের বহিষ্কৃত ১২ নেতা-নেত্রীকে পদে ফেরাল বিএনপি রাতে স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন তারেক রহমান ভোলায় ঘন কুয়াশায় মরে যাচ্ছে ধানের চারা, দুশ্চিন্তায় কৃষকরা
  • আম চুরি হলে দায় নিবে কুরিয়ার

    আম চুরি হলে দায় নিবে কুরিয়ার
    ছবি সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনার কারণে এবার আগে থেকেই হাটে এসে আম কেনায় ভোক্তাদের নিরুৎসাহিত করছে রাজশাহীর জেলা প্রশাসন। উৎসাহ দেয়া হচ্ছে অনলাইন কেনাবেচায়। অনলাইন কিংবা অফলাইনে রাজশাহী থেকে কেনা আম ভোক্তাদের কাছে পৌঁছে দেয় কুরিয়ার সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো।  

    কিন্তু ভোক্তার ঠিকানায় পরিমাণে কম আম পৌঁছানোর অভিযোগ দীর্ঘদিনের। এ নিয়ে মৌসুমের শুরুতেই সর্তক রাজশাহীর পুঠিয়া উপজেলা প্রশাসন। এরই মধ্যে ঘোষণা দেয়া হয়েছে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আম পরিবহনের ক্ষেত্রে অর্ডার নেয়ার পর প্যাকেট থেকে আম চুরি বা অন্য কোনোভাবে খোয়া গেলে সংশ্লিষ্ট কুরিয়ার সার্ভিসকে এর দায়ভার নিতে হবে। দিতে হবে ক্ষতিপূরণও।

    পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরুল হাই মোহাম্মদ আনাছ জানিয়েছেন, পুঠিয়ার বানেশ্বর আম বাজারে আম কেনা বেচায় উপজেলা প্রশাসনের তরফ থেকে এগারো দফা নির্দেশনা জারি করে হয়েছে। এর মধ্যে কুরিয়ারে আম পরিবহন সংক্রান্ত ওই নির্দেশনাটিও রয়েছে। 

    তিনি বলেন, কোনো লেনদেন বা মালামাল সরবরাহের কাজে মেট্রিক পদ্ধতির অনুসরণ করতে বলা হয়েছে। কোনো ব্যক্তি যদি ওজন বা পরিমাপ বা, ক্ষেত্রমত, সংখ্যামানের মানদণ্ড ব্যতীত, অন্য কোনো ওজন বা পরিমাপ বা সংখ্যামান ব্যবহার করেন, তাহলে তিনি অনূর্ধ্ব ছয় মাসের কারাদণ্ড অথবা অনূর্ধ্ব পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড অথবা উভয়দণ্ডে দণ্ডিত হবেন।

    মেট্রিক পদ্ধতিতে ৪০ কেজিতে এক মণ হয়। মণে কেনাবেচা হলে ৪০ কেজির বেশি দাবি করা আইনের দৃষ্টিতে অপরাধ। যদি ৪০ কেজির বেশি কেনাবেচা করতে হয়, সেক্ষেত্রে, কেজিতে ক্রয়-বিক্রয় করার জন্য বলা হয়েছে। কেজিতে ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে প্রতি কেজির দাম প্রথমে নির্ধারণ করতে হবে।

    বানেশ্বর বাজারের আম ব্যবসায়ীদের নিরাপত্তা, সার্বিক সহযোগিতা ও সুষ্ঠুভাবে বাজার পরিচালনার স্বার্থে প্রত্যেক আম ব্যবসায়ীকে উপজেলা প্রশাসনের মাধ্যমে নিবন্ধিত হতে হবে। আমের গায়ে আমের মূল্য লিখতে পারবেন না। আমের মূল্য সংশ্লিষ্ট ব্যবসায়ী তার নির্ধারিত প্যাডে বা স্লিপ বা কাগজে বা চিরকুটে লিখে স্বাক্ষর করতে হবে।

    প্রসঙ্গত, রাজশাহী জেলা প্রশাসনের বেধে দেওয়া সময়সীমা অনুযায়ী (২০ মে) থেকে বাজারে নামবে গোপালভোগ আম। এর আরও পাঁচ দিন পর আগামী ২৫ মে থেকে নামবে লক্ষণভোগ, লখনা এবং রাণীপছন্দ। হিমসাগর, ক্ষিরসাপাত আম নামবে আরও তিন দিন পর ২৮ মে থেকে। 

    ল্যাংড়া নামবে আরও পরে আগামী ৬ জুন থেকে। ১৫ জুন থেকে নামবে আম্রপালি ও ফজলি আম। আর মৌসুমের শেষে ১০ জুলাই নামতে শুরু করবে আশ্বিনা ও বারি আম-৪। এ ছাড়া রঙিন আম খ্যাত বারি আম-১৪ নামবে জুলাইয়ের প্রথম সপ্তাহে। এর আগে গত ১৫ মে নামানো শুরু হয় গুটি জাতের আম।


    কে.আর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ