ঢাকা মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫

Motobad news

আমতলীতে ধোপার খাল দখলে দূষনের কবলে 

আমতলীতে ধোপার খাল দখলে দূষনের কবলে 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরগুনার আমতলী পৌর শহরের বাঁধঘাট জামে মসজিদ সলগ্ন বিশ্ব ধোপার বাড়ীর দক্ষিন পাশ থেকে ধোপার খালটি  আমতলী চৌরাস্তা সলগ্ন কালভার্ট  হয়ে পায়রা নদীতে গিয়ে মিশেছে সংযোগ খালটি।  

এলাকাবাসী জানান, আশির দশকের মাঝামাঝি সময়েও খালটিতে নৌকা চলাচল করত। কিন্তু বেশিরভাগ অংশ ভরাট হয়ে যাওয়ায় বর্তমানে এটি মরা খাল কোন রকম পানি চলাচল করছে।

সরেজমিনে  গিয়ে দেখা গেছে, সংযোগ খালটির  দু পাড়ে প্রভাবশালীরা  অর্ধকিলোমিটার খালটিতে পাকা স্থাপনা করে  দখল করায় খালটি দিন দিন ছোটি হয়ে যাচ্ছে  এমনকি খালটি পশ্চিম পাশে কাল ভার্টের মুখ দখল করে প্রভাশালীরা ঘর উত্তোলন করে  ফল ব্যবসায়ীদের  কাছে ভাড়া দিয়েছে   এতে পানি চলাচল বিঘ্নিত হচ্ছে বলে এলাকাবাসী জানান।  যার কাররে চাওড়া খালের খালের পানি চলাচলে বাধা হয়ে দাড়িছে । এছাড়াও  দখল ও দুষনে পানির প্রবাহ বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে । খালে থাকা ময়লা-আবর্জনা দুর্গন্ধ ছড়াচ্ছে।

জানা গেছে, প্রভাবশালী কতিপয় ব্যক্তির দখল ও দূষণে নাব্যতা হারিয়ে অস্তিত্ব হারাতে বসেছে এক সময়ের খরস্র্রোতা  এ খালটি। 
ধোপারখালের পাড়ের বাসিন্ধা মনির হোসেন বলেন,  ধোপার খাল দিয়ে চাওড়া খালের পানি নিষ্কাষন হতো  বর্তমানে খাল দখল করে পাকা স্থাপনা করায়  খালটি ছোট  হয়ে গেছে এখন আর তেমন পানি প্রবাহিত হচ্ছেনা। 
আরেক বাসিন্ধা হারুন মিয়া বলেন,  খালটির মুখে কালভার্টের মুখে  খুটি দিয়ে ঘর উত্তোলন করে ব্যবসা প্রতিষ্ঠান করায়  পানি চলাচল মারাত্মক ভাবে বিঘ্নিত হচ্ছে।

এ ব্যাপারে আমতলী উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. নাজমুল ইসলাম বলেন, সরেজমিন তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আমতলী উপজেলা নির্বাহী অফিসার একেএম আব্দুল্লাহ বিন রশিদ বলেন, সরকারী খাল দখল কারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে। 
 


এএজে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন