খালেদা জিয়া বাংলাদেশের গোলাপ ফুল- শাহজাহান ওমর

বিএনপি’র কেন্দ্র ঘোষিত বিক্ষোভ সমাবেশে যোগদিতে দুপুরের পর থেকেই বরিশালের বিএনপি জেলা উপজেলার নেতাকর্মীরা আসতে শুরু করেন নগরীতে।
সদর রোড এলাকার বিভিন্ন পয়েন্ট থেকে মহানগর বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিছিল সহকারে জড়ো হতে থাকে দলীয় কার্যালয় সংলগ্ন অশ্বিনী কুমার হল চত্বরে।
ঠিক সেই মুহুর্তে শুরু হল মুসলধারে বৃষ্টি। তখন মঞ্চে উঠে চার মিনিট বক্তৃতা করে সমাবেশ শেষ করেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর- বীর উত্তম।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে।
এর আগে প্রধানমন্ত্রী কর্তৃক বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে হত্যার হুমকির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সদররোডে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ আয়োজন করে বরিশাল জেলা ও মহানগর বিএনপি। দক্ষিণ জেলা বিএনপি’র
আহবায়ক অ্যাডভোকেট মজিবর রহমান নান্টুর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর- বীর উত্তম।
অনুষ্ঠানে প্রধান অতিথি চার মিনিটের বক্তৃতায় বলেন, ‘এই সরকার পুলিশ, বিডিআরের সরকার। আওয়ামী লীগকে এদেশের কোন জনগণ ভোট দেয়নাই বলেই তারা জনগণের সরকার হতে পারেনাই। আওয়ামী লীগের যদি সাহস থাকে তবে পুলিশের ছায়া থেকে বেড়িয়ে মোকাবেলা করে দেখুন।
তিনি বলেন, ‘দেশের সংবিধানে লেখা এদেশে জনগণের ভোটে সরকার নির্বাচিত হবে। আপনি কি দেশের মানুষের ভোটে নির্বাচিত হয়েছেন? হতে পারেন নাই!
এসময় প্রধানমন্ত্রীকে উদ্দেশ্যে করে শাহজাহান ওমর বলেন, ‘আপনি একজন সরকার প্রধান হয়ে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে কটুক্তি করতে পারেন না। এসময় বেগম খালেদা জিয়াকে বাংলার গোলাপ ফুল বলে আখ্যাদেন শাহজাহান ওমর।
মহানগর বিএনপি’র সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশের শুরুতে বক্তব্য রাখেন জেলা মহিলা দল সভাপতি ফাতেমা রহমান, মহানগর মহিলা দলের সভাপতি ফারহানা তিথি। এসময় মঞ্চে দলের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ উপস্থিত থাকলেও তারা বক্তৃতার সুযোগ পাননি। কেননা তাদের বক্তৃতার আগেই আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি শুরু হয়। ঠিক সেই মুহুর্তে প্রধান অতিথি শাহজাহান ওমর বক্তব্য দিয়ে সমাবেশ শেষ করেন। এরপর নেতাকর্মীরা চলে যান।
বিক্ষোভ সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মেজবাহ উদ্দিন ফরহাদ, এবায়দুল হক চান, মহানগর বিএনপি’র আহবায়ক মনিরুজ্জামান খান ফারুক, যুগ্ম আহবায়ক আলী হায়দার বাবুল, উত্তর জেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদদ্ধা দেওয়ান মো. শহিদুল্লাহ, জেলা দক্ষিণ সদস্য সচিব এ্যাডভোকেট আকতার হোসেন মেবুল, উত্তর জেলার সদস্য সচিব মিজানুর রহমান মুকুলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এর পূর্বে দুপুরের পর থেকেই বিভিন্ন জেলা এবং উপজেলার নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশে যোগদিতে বরিশালে আসেন। তারা সদর নগরীর বিভিন্ন ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সদর রোডের বিভিন্ন পয়েন্ট থেকে মিছিল নিয়ে সমাবেশ স্থলে জড়ো হন। এতে দলীয় কার্যালয়সহ অশ্বিনী কুমার হল এলাকা নেতাকর্মীদের পরিপূর্ণ হয়। এরি মধ্যে শুরু হয় মসুলধারে বৃষ্টি সমাবেশ পন্ড করে দেয়।
এএজে
