বামনায় বজ্রপাতে কৃষকের মৃত্যু


বরগুনার বামনা উপজেলার বুকাবুনিয়া ইউনিয়নে বজ্রপাতে এক কৃষক নিহত হয়েছেন। নিহত কৃষকের নাম আব্দুল মালেক (৪৫)। তিনি বুকাবুনিয়া গ্রামের মৃত মহব্বত আলীর ছেলে।
আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে বাড়ির পাশের কলাবাগানে কাজ করার সময় তিনি বজ্রপাতে নিহত হন।
তাঁর স্বজনরা জানান, দুপুরে বাড়ির পেছনের বাগানে কলাগাছ রোপণ করতে যান মালেক। এ সময় বাইরে বৃষ্টি হচ্ছিল। হঠাৎ আকাশে মেঘের গর্জনের কিছুক্ষণ পর কলাবাগানে তাঁর মরদেহ পাওয়া যায়।
নিহতের শরীরের বিভিন্ন স্থানে পুড়ে গিয়ে ক্ষতের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় তাঁর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
এইচকেআর
