ঢাকা মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫

Motobad news

আমতলীতে ৫ পরিবারকে অবরুদ্ধ!

আমতলীতে ৫ পরিবারকে অবরুদ্ধ!
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরগুনার আমতলী পৌরসভার ৫টি পরিবার আড়াইমাস যাবত পথ-অবরুদ্ধ হয়ে আছে। চলাচলে পোহাচ্ছে ভোগান্তি। পৌরসভার ৩নং ওয়ার্ডের বাসিন্দা আজিজ সেক্রেটারিকে (নাসির মোল্লা ও ৩ ভাড়াটিয়াসহ) আড়াইমাস যাবত পথ-অবরুদ্ধ করে রেখেছে প্রতিবেশী খোকন। 

মৃত নূর হোসেনের ছেলে খোকন শুধু পথ অবরুদ্ধ করেই ক্ষান্ত হয়নি, পথের উপর একটি টয়লেট বসিয়ে চরম অপদস্ত করেছে ঐ ৫টি পরিবারকে। পরিবারগুলো এখন অন্য বাড়ির ‘পাছদুয়ার’ (মহিলা আঙ্গিনা) দিয়ে তাদের করুণা ভিক্ষা করে চলাচল করছে। পৌর কর্তৃপক্ষ নিরব। অবরোধ তুলে দেয়ার এখনো কোন পদক্ষেপ গ্রহণ করেনি। 

ঘটনার বিবরণে প্রকাশ, পূর্ব-পশ্চিম দিঘলি ১টি মূলসড়ক থেকে ১টি ছোট সংযোগ সড়ক ১টি পুকুর পাড়ে গিয়ে শেষ হয়েছে। পুকুরটির পূর্ব প্রান্তে নাসির মোল্লাকে নিয়ে আজিজ সেক্রেটারির বসতবাড়ি ও পশ্চিম প্রান্তে খোকনের বসতবাড়ি। পুকুর পার দিয়ে পুবে-পশ্চিমে ২ দিকে ২ গৃহস্থ চলাচল করে। সংযোগ সড়কের মুখশাসহ পুকুরের বেশির ভাগ জমিই বৈধভাবে আজিজ সেক্রেটারির কবলাকৃত জমি। অন্যদিকে অবৈধ কাগজপত্রের জোরে খোকনও ঐ জমি দাবি করছে। 

আজিজ সেক্রেটারি যাতে ঐ জমি দখল করতে না পারে সে জন্য খোকন ১৪৪ ধারায় কোর্টে একটি মামলা দায়ের করে রেখেছে, যা চলমান। আজিজ সেক্রেটারি ইউপি সচিব, সদ্য অবসরপ্রাপ্ত হয়েছেন। চাকরির শেষ অবস্থায় তিনি কোন মামলা-মোকদ্দমায় জড়াতে চাননি। তাই নিরব থেকেছেন। এই সুযোগে খোকন পুকুর পাড়ের সংযোগস্থল নিজের আয়ত্তের মধ্যে রেখে আজিজ সেক্রেটারির চলাচলের পথ বন্ধ করে ফেললে ৫টি পরিবার অবরুদ্ধ হয়ে পড়ে। অন্য বাড়িরওয়ালারাও চলাচলে বাধা দিচ্ছে। তারা এখন পৌর কর্তৃপক্ষ বরাবর চেয়ে আছেন।
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন