ঢাকা সোমবার, ১২ জানুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • ভোলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক প্রেমিকের সঙ্গে অভিমান করে নদীতে ঝাঁপ বিএম কলেজ শিক্ষার্থীর জাপা নেতাদের প্রার্থিতা বাতিলের দাবি, জুলাই ঐক্যের কর্মসূচি ঘোষণা ইরানে নিস্তেজ হয়ে পড়ছে বিক্ষোভ, সরকারের পক্ষে বিশাল সমাবেশ গৌরনদীতে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ থেকে কিশোরীর মরদেহ উদ্ধার আগৈলঝাড়ায় সরকারী অফিসের প্রবেশ পথে চেয়ার-টেবিল ও রশি টানিয়ে অফিস করছেন কর্মকর্তা  মঠবাড়িয়ায় স্বেচ্ছাশ্রমে ৭৫ ফুট দীর্ঘ ব্রিজ নির্মাণ দণ্ডিত ২৫ বাংলাদেশিকে ক্ষমা করলেন আমিরাতের প্রেসিডেন্ট বিক্ষোভে উত্তাল ইরান, নিহত অন্তত ১৯২ বাউফলে দুই বান্ধবীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তের মা গ্রেফতার
  • শিশুর কানে ব্যথা হলে যা করণীয়

    শিশুর কানে ব্যথা হলে যা করণীয়
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কানে ব্যথা সাধারণত বাচ্চাদের বেশি হতে দেখা যায়। তবে যেকোনো বয়সেই আমরা কানের ব্যথায় আক্রান্ত হতে পারি। কানে ব্যথা এক কান বা উভয় কানেই হতে পারে, তবে সাধারণত এক কানেই বেশি হতে দেখা যায়। কানে ব্যথা একটানা হতে পারে, আবার কিছুক্ষণ পর পর হতে পারে।

    উপসর্গ

    ♦ কানে হালকা বা তীব্র ব্যথা বা জ্বালা অনুভূত হওয়া

    ♦ কানে কম শোনা

    ♦ কান ভার বা বন্ধ লাগা

    ♦ কান থেকে পানি, রক্ত বা পুঁজ বের হওয়া

    ♦ বাচ্চাদের ক্ষেত্রে আলাদা কিছু লক্ষণ থাকে যেমন—

    ♦ অস্থিরতা ও বারবার অযথা কান্নাকাটি করা, রাতে ঘুম ভেঙে কান্না করা।

    ♦ জ্বর, কান ভার লাগা ও মাথা ব্যথা

    ♦ কথা বললে বা ডাকলে কম সাড়া দেওয়া

    ♦ বারবার কানে হাত দেওয়া বা টেনে ধরা

    ♦ খাবারে অনীহা

     কারণ

    বহিঃকর্ণে ইনফেকশন, মধ্যকর্ণে ইনফেকশন ও অন্তঃকর্ণে ইনফেকশন হলে ব্যথা হতে পারে।

    করণীয়

    সাধারণ ব্যথার ওষুধ প্যারাসিটামল বা আইবুপ্রোফেন জাতীয় ওষুধ খেতে পারেন। তবে কোনোভাবেই কান চুলকানো বা কচলানো যাবে না। কটন বাড, কাঠি বা অন্য কিছু দিয়ে কান পরিষ্কার করবেন না। কানে পানি ঢোকাবেন না। বাচ্চাদের ক্ষেত্রে অল্প অল্প করে কিছুক্ষণ পর পর খাবার দিন। চুইংগাম চিবাবেন ও বারবার ঢোক গিলুন। কাপড় গরম করে কানে সেঁক দিতে পারেন। গরম পানির ভাপ নাক দিয়ে টানুন। কানে ব্যথার সঙ্গে জ্বর এলে, তীব্র ব্যথা হলে, ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে ব্যথা না কমলে, কানে তীব্র ব্যথা হয়ে যদি হঠাৎ ব্যথা কমে গেলে, মাথা ব্যথা, মাথা ঘোরানো, কানে শোঁ শোঁ করলে, কান থেকে রক্ত, পুঁজ বা পানি বের হলে এবং কানের চারপাশ ফুলে গেলে বা লাল হয়ে গেলে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

     
    পরামর্শ দিয়েছেন

    ডা. আলমগীর মো. সোয়েব

    কনসালট্যান্ট (ইএনটি)

    নাক, কান ও গলা রোগ বিশেষজ্ঞ ও সার্জন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ