ঢাকা মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫

Motobad news

পাথরঘাটায় শ্রীগুরু সংঘের শাখা কমিটির সভাপতি সমীর, সম্পাদক রতন 

 পাথরঘাটায় শ্রীগুরু সংঘের শাখা কমিটির সভাপতি সমীর, সম্পাদক রতন 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সত্য, সেবা, নীতি, ধর্ম জীবনের চারি কর্ম। এই নীতিকে অনুস্মরন করে শ্রীমদ্ আচার্য দূর্গা প্রসন্ন পরম হংস দেবের প্রতিষ্ঠিত কাউখালী কেন্দ্রীয় আশ্রমের নিয়ন্ত্রনাধীন পাথরঘাটা শ্রীগুরু সংঘের শাখা কমিটি গঠিত হয়েছে। সমীর কর্মকার সভাপতি ও রতন কর্মকার সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন। 

পাথরঘাটা সার্বজনীন কেন্দ্রীয় রাধা গোবিন্দ মন্দির কালী বাড়ীতে শুক্রবার সকাল থেকেই ভোটের মাধ্যমে কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দেও উপস্থিতিতে এ কমিটি গঠন করা হয়। শুক্রবার সকাল দশটা থেকে দুপুর ১ টা পর্যন্ত ভোট প্রদান করেন শাখা সংঘের সদস্যরা। দুপুর দুইটায় কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক এ্যাডভোকেট রনঞ্জয় কৃষ্ণ দত্ত ভোটের ফলাফল ঘোষনা করেন। সমীর কর্মকার সভাপতি ও রতন কর্মকার সাধারন সম্পাদক। সাংগঠনিক সম্পাদক বিপ্লব কর্মকার ও কোষাধ্যক্ষ্য কৃষ্ণ সাহা নির্বাচিত হয়েছেন  এবং তাদের নাম  ঘোষনা করেন। 

নতুন সাধারন সম্পাদক রতন কর্মকার বলেন, শান্তিপূর্নভাবে ভোট দান শেষ হয়েছে। এই কমিটি হবে ২১ সদস্য বিশিষ্ট। কেন্দ্রীয় আশ্রমের আগত দাদাদের ও পাথরঘাটা শাখা সংঘের প্রত্যেককে সাধুবাদ জানাই। আপনারা বহু প্রতিক্ষার পরে সুন্দরভাবে একটি কমিটি উপহার দিয়েছেন। এজন্য আমরা সকলে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। 

অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির পরিমর কর্মকার (বামনা) সহ-সভাপতি কেন্দ্রীয় কমিটি শ্রীগুরু সংঘ, এ্যাডভোকেট কমল দত্ত (পটুয়াখালী) যুগ্ম সাধারন সম্পাদক কেন্দ্রীয় কমিটি শ্রীগুরু সংঘ, উত্তম কর্মকার (বেতাগী) সহ আরও অনেকে। সভায় সভাপতিত্ব করেন শ্রী গুরু সংঘের পাথরঘাটা শাখার উপদেষ্টা কাইল লাল কর্মকার।
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন