অনুদান পেলো ইউক্রেনে নিহত হাদিসুরের পরিবার


রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বলি বাংলাদেশি জাহাজের ইঞ্জিনিয়ার হাদিসুরের পরিবারকে ১০ লাখ ২৭ হাজার ১৭৭ টাকা সহায়তা দিয়েছে বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশন (বিএমএমওএ)।
শুক্রবার (২০ মে) বেলা সাড়ে ১২টায় চট্টগ্রাম নগরীর বারেক বিল্ডিং মোড় এলাকায় অবস্থিত বিএমএমওএ কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে হাদিসুরের ছোট ভাই গোলাম মাওলা প্রিন্সের হাতে এ অর্থ তুলে দেয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএমএমওএ সভাপতি ক্যাপ্টেন মো. আনাম চৌধুরী এবং অনুষ্ঠানে লিখিত বক্তব্য পাঠ করেন সাধারণ সম্পাদক মো. শাখাওয়াত হোসেন।
লিখিত বক্তব্যে বলা হয়, বাংলার সমৃদ্ধি জাহাজ পরিচালনায় বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) গাফিলতি ছিল। সংস্থাটির গাফিলতির কারণে হাদিসুরকে প্রাণ দিতে হয়েছে। এ গাফিলতির সুষ্ঠ তদন্তের জন্য বিএমএমওএ’এর দুইজন প্রতিনিধিকে অন্তর্ভুক্ত করে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন, নিহত হাদিসুরের পরিবারকে দ্রুত সময়ের মধ্যে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান এবং জাহাজে কর্মরত নাবিকদের রাষ্ট্রীয় সম্মাননা ও পুরস্কার প্রদানের দাবি জানিয়েছিলাম।
কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় তদন্ত কমিটি গঠন করা হলেও সেখানে বিএমএমওএ’র কোনও প্রতিনিধি রাখা হয়নি। এমনকি ৩০ দিনের মধ্যে তদন্ত কমিটির রিপোর্ট প্রকাশ করার কথা থাকলেও এখন পর্যন্ত তদন্ত প্রতিবেদন দেয়া হয়নি।’
এসএমএইচ
