ঢাকা মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫

Motobad news

পাথরঘাটায় গোপনে চুল্লিতে কাঠ পুড়িয়ে বানানো হতো কয়লা!

পাথরঘাটায় গোপনে চুল্লিতে কাঠ পুড়িয়ে বানানো হতো কয়লা!
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরগুনার পাথরঘাটা উপজেলায় অবৈধভাবে চুল্লিতে কাঠ পুড়িয়ে কয়লা বানানো হতো। যা পরিবেশ ও মানবদেহের জন্য ক্ষতিকর। খবর পেয়ে এমন তিনটি কারখানার মোট ১৩টি চুল্লি ভেঙে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মে) দুপুরে পৃথক অভিযান চালিয়ে চুল্লিগুলো ভেঙে দিয়ে অবৈধ এ কর্মকাণ্ড বন্ধ করে দেন পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হোসাইন মুহাম্মদ আল-মুজাহিদ।

অভিযানে উপজেলার কাঠালতলী বকুলতলা গ্রামের জাহাঙ্গীর মিয়ার আটটি, রায়হানপুর ইউনিয়নের রায়হানপুর গ্রামের সোহাগের দু’টি চুল্লি ও একই ইউনিয়নের মাদারতলী গ্রামের ফজলুর সরদারের তিনটি চুল্লি ভেঙে দেওয়া হয়েছে।

পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হোসাইন মুহাম্মদ আল মুজাহিদ বলেন, কাঠ পুড়িয়ে কয়লা তৈরি করা অবৈধ কাজ। এগুলো মানুষ ও পরিবেশের জন্য হুমকি স্বরূপ। এলাকার মানুষের অভিযোগের ভিত্তিতে আগে তাদের সতর্ক করা হয়। কিন্তু তারপরও কার্যক্রম বন্ধ না করায় অবৈধভাবে কয়লা তৈরির চুল্লিগুলো সম্পূর্ণ ভেঙে দেওয়া হয়েছে। 

এ বিষয় বাংলাদেশের পরিবেশ আন্দোলনের (বাপা) পাথরঘাটা উপজেলা সমন্বয়ক শফিকুল ইসলাম খোকন বলেন, ফসলি জমি ঘেঁষে এবং ঘনবসতিপূর্ণ এলাকায় কারখানা স্থাপন করায় পরিবেশ ও জীববৈচিত্র্যের মারাত্মক ক্ষতি হচ্ছে। বিষাক্ত ধোঁয়ায় ফসলের ক্ষতি হচ্ছে। এসব চুল্লি জ্বলে দিন-রাত। প্রতিদিন পোড়ানো হচ্ছে শত শত মণ কাঠ। বিগত দিনে একাধিকবার প্রশাসন বন্ধ করলেও অসাধু ব্যবসায়ীরা সুযোগ বুঝে ফের কাঠ পোড়ানো শুরু করেন।  
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন