ঢাকা বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫

Motobad news

বাসায় ফিরলেন মঈন খান

বাসায় ফিরলেন মঈন খান
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বাসায় ফেরেন তিনি।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে রোববার (১৫ মে) বিকেলে হাসপাতালে ভর্তি করা হয় মঈন খানকে। তার কিছুক্ষণ পর তাকে নেওয়া হয় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)।

নারায়ণগঞ্জে ছাত্রদলের একটি কর্মশালায় অংশ নিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন মঈন খান।
সেখানে তিনি দীর্ঘ সময় বক্তব্য রাখেন। গরমে অসুস্থ বোধ করলে তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।


এএজে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন