ঢাকা বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫

Motobad news

বাম জোটের ঘেরাও কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জ

বাম জোটের ঘেরাও কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ‘বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ’ হয়েছেন দাবি করে তার অপসারণ চেয়েছেন বাম গণতান্ত্রিক জোটের নেতারা।  মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে ‘সয়াবিন তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য কমানোর দাবিতে দবাণিজ্য মন্ত্রণালয় ঘেরাও’ কর্মসূচিতে যাওয়ার আগে বিক্ষোভ সমাবেশে তারা কথিত সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধ করে গ্রাম-শহরে সর্বজনীন রেশনিং চালু করারও দাবি জানান।

জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নিয়ে বাণিজ্য মন্ত্রণালয় ঘেরাও করতে যায় বাম জোটের নেতা-কর্মীরা। মিছিলটি তোপখানা-পল্টন মোড় হয়ে বাণিজ্য মন্ত্রণালয় অভিমুখে যাওয়ার সময় জিরো পয়েন্টে পুলিশি ব্যারিকেডের মুখে পড়ে।

এ সময় পুলিশ বাম জোটের নেতা-কর্মীদের ধাক্কাধাক্কি হয়। পরে পুলিশ লাঠিচার্জ করে। লাঠিচার্জে বাম জোটের নেতা-কর্মী আহত হয়েছেন বলে জোটের পক্ষ থেকে দাবি করা হয়।  
এর আগে বাম জোটের সমন্বয়ক ও ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাসদ সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী)’র সাধারণ সম্পাদক ইকবাল কবীর জাহিদ, বাসদ (মার্কসবাদী)’র সমন্বয়ক মাসুদ রানা, সমাজতান্ত্রিক আন্দোলনের নির্বাহী সভাপতি আব্দুল আলী। সমাবেশ পরিচালনা করেন ইউনাইটেড কমিউনিস্ট লীগের নজরুল ইসলাম।  

সমাবেশে নেতৃবৃন্দ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের কঠোর সমালোচনা করে বলেন, বাণিজ্যমন্ত্রী বলেছেন, ব্যবসায়ীরা কথা রাখেনি, অথচ ঈদের পর অফিস খোলার প্রথম দিন সরকার ব্যবসায়ীদের দেওয়া কথা রেখেছে। তেলের দাম অস্বাভাবিকভাবে বাড়িয়েছে।  

তারা আরো বলেন, তেল মজুত, ঠিকমত সরবরাহ ও নির্ধারিত দামে বিক্রি করার জন্য যেখানে এদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা সেখানে দাম বাড়িয়ে সরকারের বাণিজ্য মন্ত্রণালয় ব্যবসায়ী সিন্ডিকেটের স্বার্থ রক্ষা করছে। নেতৃবৃন্দ ব্যর্থ বাণিজ্যমন্ত্রীর অপসারণ ও আওয়ামী ফ্যাসিবাদী দুঃশাসনের অবসানে ঐক্যবদ্ধ লড়াইয়ের আহ্বান জানান।  

নেতৃবৃন্দ বলেন, বিকল্প বাজার ব্যবস্থা ছাড়া ব্যবসায়ীদের সাথে অনুনয়-বিনয় করে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ করা যাবে না। এজন্য দক্ষ ও দুর্নীতিমুক্তভাবে তেলসহ নিত্যপণ্য আমদানি, মজুত গড়ে তোলা এবং সারাদেশে সার্বজনীন রেশনিং ও ন্যায্যমূল্যের দোকান চালুর দাবি জানান।  

নেতৃবৃন্দ ঘোষণা দিয়ে টিসিবি’র গাড়ি চালুর কথা বলে বন্ধ করায় ক্ষোভ প্রকাশ করে বলেন, এটার মধ্য দিয়ে সরকার সিন্ডিকেট ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা করলেন। দুর্নীতিমুক্তভাবে ফ্যামিলি কার্ডের সংখ্যা অন্তত তিন কোটি, পণ্যের সংখ্যা বাড়ানো ও ওয়ার্ডে ওয়ার্ডে পৌঁছানোর দাবি জানান তারা।  


এএজে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন