জোয়ারে আমতলীর নিম্নাঞ্চল প্লাবিত, দুর্ভোগে মানুষ


বরগুনার আমতলীর পায়রা নদীসহ উপকূলীয় জেলা বরগুনায় পূর্ণিমার প্রভাবে নদ-নদীতে জোয়ারের পানি বিপৎসীমার ৬৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। এতে নদী-তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পানিবন্দী হয়ে পড়েছে স্থানীয় বাসিন্দারা। উচ্চ জোয়ারে সদর উপজেলার আমতলী পুরাকাটা ফেরিঘাটের গ্যাংওয়ে তলিয়ে থাকায় যানবাহন ও মানুষকে চলাচলে দুর্ভোগ পোহাতে হয়।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বরগুনা কার্যালয় সূত্রে জানা গেছে, পূর্ণিমার প্রভাবে পায়রা , বিষখালীর মোহনায় স্বাভাবিক জোয়ারের চেয়ে ৬০ সেন্টিমিটার বিপৎসীমার ওপর দিয়ে জোয়ারের পানি প্রবাহিত হয়েছে। আমতলী পৌরসভার ৫ নং ও ৪নং ওয়ার্ডের বেড়ি বাধের বাইরের পরিবারগুলোর বাসা বাড়ী পানিতে তলিয়ে গেছে।
এ ছাড়াও উপজেলার আমতলী সদর, আড়পাঙ্গাশিয়া , চাওড়া ও গুলিশাখালী ইউনিয়নের নদী তীরবর্তী নিন্মঞ্চল জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। পাউবো বরগুনা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী নুরুল ইসলাম বলেন, পূর্ণিমার প্রভাবে জেলার প্রধান তিনটি নদ-নদীতে স্বাভাবিক জোয়ারের চেয়ে ৬০ সেন্টিমিটার বিপৎসীমার ওপর দিয়ে পানি প্রবাহিত হয়। আরও দু-এক দিন এই ও জোয়ারের পানি বৃদ্ধি পাবে।
এইচকেআর
