ঢাকা মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫

Motobad news

জোয়ারে আমতলীর  নিম্নাঞ্চল প্লাবিত, দুর্ভোগে মানুষ

জোয়ারে আমতলীর  নিম্নাঞ্চল প্লাবিত, দুর্ভোগে মানুষ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরগুনার আমতলীর পায়রা নদীসহ উপকূলীয় জেলা বরগুনায় পূর্ণিমার প্রভাবে নদ-নদীতে জোয়ারের পানি বিপৎসীমার ৬৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। এতে নদী-তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পানিবন্দী হয়ে পড়েছে স্থানীয় বাসিন্দারা। উচ্চ জোয়ারে সদর উপজেলার আমতলী পুরাকাটা ফেরিঘাটের গ্যাংওয়ে তলিয়ে থাকায় যানবাহন ও মানুষকে চলাচলে দুর্ভোগ পোহাতে হয়। 

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বরগুনা কার্যালয় সূত্রে জানা গেছে, পূর্ণিমার প্রভাবে  পায়রা , বিষখালীর  মোহনায় স্বাভাবিক জোয়ারের চেয়ে ৬০ সেন্টিমিটার বিপৎসীমার ওপর দিয়ে জোয়ারের পানি প্রবাহিত হয়েছে। আমতলী পৌরসভার ৫ নং ও ৪নং ওয়ার্ডের বেড়ি বাধের বাইরের পরিবারগুলোর বাসা বাড়ী পানিতে তলিয়ে গেছে।  

এ ছাড়াও উপজেলার আমতলী সদর, আড়পাঙ্গাশিয়া , চাওড়া ও গুলিশাখালী  ইউনিয়নের নদী তীরবর্তী নিন্মঞ্চল জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। পাউবো বরগুনা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী নুরুল ইসলাম বলেন, পূর্ণিমার প্রভাবে  জেলার প্রধান তিনটি নদ-নদীতে স্বাভাবিক জোয়ারের চেয়ে ৬০ সেন্টিমিটার বিপৎসীমার ওপর দিয়ে পানি প্রবাহিত হয়। আরও দু-এক দিন এই ও জোয়ারের পানি বৃদ্ধি পাবে।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন