ঢাকা বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫

Motobad news

এলডিপির ৫ দিনের কর্মসূচী ঘোষণা

এলডিপির ৫ দিনের কর্মসূচী ঘোষণা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদের মুক্তির দাবিতে দলের পক্ষ থেকে ৫ দিনের কর্মসূচী ঘোষণা করা হয়েছে। শনিবার (১৪মে) রাতে রাজধানীতে এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ে এক বৈঠক শেষে ৫ দিনের এ কর্মসূচি ঘোষণা করা হয়। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় এলডিপি মহাসচিব ড. রেদোয়ান আহমেদের মুক্তি না হওয়া পর্যন্ত রাজপথে থাকবে দলের সকল নেতাকর্মী।  

কর্মসূচীসমূহঃ ১৬ মে সোমবার গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সামনে সকাল ১০টায় বিক্ষোভ সমাবেশ।

১৮ মে বুধবার গণতান্ত্রিক যুবদলের উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সামনে সকাল ১০টায় বিক্ষোভ সমাবেশ।

১৯ মে বৃহস্পতিবার গণতান্ত্রিক কৃষকদলের উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সামনে সকাল ১০টায় বিক্ষোভ সমাবেশ।

২০ মে শুক্রবার গণতান্ত্রিক শ্রমিক দলের উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সামনে সকাল ১০টায় বিক্ষোভ সমাবেশ।

২১ মে শনিবার গণতান্ত্রিক আইনজীবী ফোরামের উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সামনে সকাল ১০টায় বিক্ষোভ সমাবেশ।

এসব কর্মসূচিতে এলডিপির সর্বস্তরের নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিতি থাকার জন্য অনুরোধ করা হয়েছে।

বৈঠকে উপস্থিত ছিলেন, এলডিপির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট ড. আওরঙ্গজেব বেলাল, অ্যাডভোকেট মাহমুদ মোর্শেদ, ড. নেয়ামুল বশির, উপদেষ্টা অধ্যক্ষ মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজি, আইন সম্পাদক অ্যাডভোকেট আবুল হাশেম প্রমুখ।


এমইউআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন