ঢাকা শুক্রবার, ২৫ জুলাই ২০২৫

Motobad news

যেসব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে আ.লীগের সম্পাদকমণ্ডলীর সভায়

যেসব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে আ.লীগের সম্পাদকমণ্ডলীর সভায়
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সহযোগী সংগঠন মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ এবং ছাত্র লীগের সম্মেলন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । এবিষয়ে দলের সভাপতি তারিখ নির্ধারণ করবেন ।


মঙ্গলবার বঙ্গবন্ধু এভিনিউর দলীয় কার্যালয়ে এক সভা শেষে এসব তথ্য জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের আসন্ন সম্মেলন উপলক্ষ্যে দলের গঠনতন্ত্র ও ঘোষণাপত্র সংশোধনের দায়িত্ব দেওয়া হয়েছে তথ্য ও গবেষণা সম্পাদক ড۔ সেলিম মাহমুদকে ।

২৩ জুন দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ ক্রোড়পত্র প্রকাশের দায়িত্ব দেওয়া হয়েছে যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড۔ হাসান মাহমুদকে ।

সম্মেলন উপলক্ষ্যে জেলা ও উপজেলা পর্যায়ের নেতাদের তথ্য হালনাগাদ করার দায়িত্ব দেওয়া হয়েছে দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াকে ।
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন