আমতলীতে ভাড়ার চার্ট টানোর বিষয়ে মতবিনিময় সভা


বরগুনার আমতলী পৌরসভা এলাকায় চলাচলকারী রিক্সা,ভ্যান ও অটো রিক্সার ভাড়া পুনঃনির্ধারণ ও গুরুত্বপূর্ন স্থানে ভাড়ার চার্ট টানোর বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১১টায় আমতলী পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভা আমতলী পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মতিয়ার রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন- আমতলী উপজেলার চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. মজিবুর রহমান, প্যানেল মেয়র মো. মীর হাবিবুর রহমান, উদীচি শিল্পী গোষ্ঠীর সভাপতি অশোক কুমার মজুমদার, বরগুনা জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জহিরুল ইসলাম খোকন মৃধা প্রমুখ।
এছাড়া সভায় আরো বক্তব্য রাখেন জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক ও শ্রমিক প্রতিনিধিরা।
এইচকেআর
