আমতলীতে বখাটেদের হামলায় আহত যুবক
.jpg)

বরগুনা আমতলী পৌরসভার ১ নং ওয়ার্ড ওয়াপদা ব্লকের পাড়ে পৌরসভায় কর্মরত সফিকুল ইসলাম রুবেল ও রজনী দম্পতি ঘুড়তে গিয়ে মাদক সেবীদের হাতে হামলা ও ছিনতাইয়ের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
পরে স্থানীয়রা রক্তাত অবস্থায় সফিকুল ইসলাম রুবেল উদ্ধার করে আমতলী হাসপাতালে ভর্তি করলে চিকিৎসকরা রুবেলের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে প্রেরন করেন। আহতর স্ত্রী রজনী আক্তার বলেন, ঈদের দিন সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে আমতলী আপদার পাড় ১ নং ব্লক সংলগ্ন নদীর পাড়াপার হতে নৌকায় উঠেন রুবেল ও রজিনা দম্পতি। নৌকায় উঠে দেখতে পান সাইফুল নামে এক বখাটে নৌকার মধ্যে বসে সিগারেটের মধ্যে কি যেন ঢুকাতে আছে। এসময় রুবেলের চোখে পড়লে তিনি তাকে নিষেধ করেন এতে সাইফুল ক্ষিপ্ত হয়। তখন ট্রলারে পায়রা নদীতে ঘোড়ার জন্য পরিবার সহ ওঠেন। ট্রলারে অন্য যাএীরাও ছিলো। এক পর্যায়ে ট্রলারের যাত্রীর সাথে সাইফুলের মধ্যে কথা কাটাকাটি হয়।
বিষয়টি দেখতে পেয়ে তার রুবেল ছুটে গিয়ে পৌরসভার স্টাফ পরিচয়ে দিয়ে বলেন, এসব করছ কেন এগুলো ঠিক না বলে মাদক সেবন করতে বাধা দিলে সাইফুল রুবেলের পরিচয় পেয়েও তার সাথে খুব নোংরা ভাষায় গালাগালি করেন। স্ত্রীর সামনে এসব বলায় রুবেল একটু উত্তেজিত হয়ে সাইফুলকে একটা থাবর দেয়। পরে ফোন দিয়ে তার দলবল সহ প্রায় ৩০-৪০ জনের একটা দল ট্রলার থেকে নামার সাথে সাথে রুবেল দম্পতির উপর রড, লাঠি সোঠা নিয়ে অতর্কিত হামলা চালিয়ে একটি ভিভো মোবাইল, গলার স্বর্নের চেইন, নগদ টাকা ছিনিয়ে নিয়ে যায়। এসময় রুবেল বাধা দিলে নাকে একটি লোহার রড দিয়ে আঘাত করেন। আঘাতের পর প্রচুর রক্তক্ষরন হতে থাকে রুবেলের নাক থেকে পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল প্রেরন করেন।
এ বিষয়ে রুবেলের শ্বশুর বাদি হয়ে আমতলী থানায় একটি মামলা দায়ের করেন। রুবেলের স্ত্রী বলেন, মাদক সেবনে বাঁধা দিতে গিয়ে আমার স্বামী (রুবেল)কে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে। আমার সাথেও খারাপ আচরন করে আমাদের সবকিছু ছিনিয়ে নিয়ে যায় কিশোর গাং’র সদসস্যরা। আমি এর বিচার চাই।
উল্লেখ্য আমতলীতে মাদক ও সন্ত্রাস দিনদিন বেড়ে যাচ্ছে ক্ষমতার প্রভাব বিস্তার রাজনৈতিক গ্রুপিংয়ের কারনে প্রশাসনের উদাসীনতা অনেকে বড় বড় অপরাধ করেও প্রকৃত অপরাধীরা থাকছে আইনের ধরা ছোয়ার বাইরে। প্রভাবশালীর লোক হওয়ায় অনেক হামলার ঘটনার মামলা নিচ্ছেনা প্রশাসন এমন ও অভিযোগ পাওয়া যায়। এখনি প্রশাসনিক নিরপেক্ষতা ও কঠোর হস্তক্ষেপ সত্য উদঘাটনে সন্ত্রাস ও মাদক নির্মূল হবে বলে মনে করছেন পৌরসভার সাধারণ মানুষ।
এদিকে গুরুত্বর আহত রুবেলের নাকের হাড় ভেঙ্গে যাওয়ায় শুক্রবার রাতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রুবেলের নাকের একটি অপারেশন করা হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। বিষয়টি নিয়ে আমতলী থানার অফিসার ইনচার্জ এ কে এম মিজানুর রহমান এর সাথে কথা বললে তিনি জানান, হামলার ঘটনায় থানায় একটি মামলার এজাহার হয়েছে। আমরা তদন্ত সাপেক্ষে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
এইচকেআর
