ঢাকা বুধবার, ০২ জুলাই ২০২৫

Motobad news
শিরোনাম

পাঞ্জাবিতে কালি দেয়ায় মা-মেয়েকে কুপিয়ে জখম

পাঞ্জাবিতে কালি দেয়ায় মা-মেয়েকে কুপিয়ে জখম
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরগুনার পাথরঘাটায় পাঞ্জাবিতে কলমের কালি দেয়াকে কেন্দ্র করে মা-মেয়েকে কুপিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষরা।শুক্রবার (৬ মে) দুপুরে আড়াইটা নাগাদ বরগুনার পাথরঘাটার কাঠালতলী ইউনিয়নের কালিপুর গ্রামে এঘটনা ঘটে। 

ভুক্তভোগী মোসাঃ হালিমা (৫০) একই এলাকার জামাল হওলাদারের স্ত্রী। এসময় হালিমার মেয়ে লাইজু আক্তারকেও (১৫) কুপিয়ে গুরুতর জখম করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শনিবার সকাল ৭ টার সময় পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাশার। 

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (৬ মে) দুপুরে জুমআ  নামাজ পড়তে মসজিদে যায় হালিমার ছেলে মো. হাসান (১১)। এসময় মসজিদে বসে হাসানের পাঞ্জাবীতে কলম ভেঙে কালি লাগিয়ে দেয় একই এলাকার আনসার মল্লিকের ছেলে শাহিন (১৩)।  নামজ শেষে হাসান বিষয়টি তার মা হালিমাকে জানায়। হালিমা ও তার মেয়ে লাইজু শাহিনের বাড়িতে গিয়ে কালি লাগানোর বিষয়টি পরিবারকে জানাতে গেলে উভয় পরিবারের মধ্যে কথা-কাটাকাটি হয়। এরপর ভুক্তভোগীরা বাড়িতে চলে যাওয়ার সময় শাহিনের বাবা আনসার মল্লিক ও তার স্ত্রী নুরনেহার ও বড় ছেলে শামীম(১৯) হাসানের মা হালিমা ও বোন লাইজুকে কুপিয়ে গুরুতর জখম করে প্রতিপক্ষরা।

পরবর্তীতে বিষয়টি পুলিশকে জানায় এলাকাবাসূ। পুলিশ এসে গুরুতর জখম অবস্থায় হালিমা ও লাইজুকে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ( সেবাচিম) হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক।

এবিষয়ে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাশার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুরুতর অবস্থায় মা-মেয়েকে উদ্ধার করে পাথরঘাটা উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে তাদেরকে বরিশাল সেবাচিমে পাঠানো হয়েছে, তাদের অবস্থা আশঙ্কাজনক। 

তিনি আরও বলেন, লিখিত অভিযোগ পেয়েছি,ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক রয়েছে। তাদেরকে আটক করতে ওই এলাকায় আমাদের অভিযান চলছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।


এসএমএইচ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ